প্রিমিয়ার লিগে সবার ওপরে মাশরাফি-মাহমুদউল্লাহই
চোটের জন্য সাকিব আল হাসান কবে মাঠে নামবেন ঠিক নেই। সামনে আইপিএল সহ সব মিলে প্রিমিয়ার লিগ খেলা নিয়ে ঘোর সংশয়। নিউজিল্যান্ড সিরিজের টেস্ট শেষে ছুটি চেয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম; প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না তাঁদের। পঞ্চপাণ্ডবের মধ্যে থাকছেন শুধু মাশরাফি বিন মুর্তজা আর মাহমুদউল্লাহই। দুজনেই আছেন এ+ ক্যাটাগরিতে; দুজনের পারিশ্রমিকই এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ লাখ টাকা। তবে কাল ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটে মাশরাফির নাম থাকছে না, তাঁকে ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। অন্যদিকে মাহমুদউল্লাহকে পুরো মৌসুমে পাওয়া যাবে না বলে ছেড়ে দিয়েছে গত বারের ক্লাব প্রাইম ব্যাংক।
সবকিছু ঠিক থাকলে আগামী ১ মার্চ শুরু হওয়ার কথা লিগ। তবে ওই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ। সেই সিরিজ শেশে ২২ মার্চ থেকে ক্রিকেটারদের পাওয়া যাওয়ার কথা। যার মানে সুপার লিগে অন্তত বড় মুখদের পাওয়ার আশা করতে পারে ক্লাবগুলো। তবে বাস্তবতা হচ্ছে, মাহমুদউল্লাহ-মোস্তাফিজরা টানা খেলার ধকলের পর ৬ এপ্রিল পর্যন্ত নামতে পারছেন না প্রিমিয়ার লিগে। শেষের দিকের কয়েকটি ম্যাচেই শুধু পাওয়া যেতে পারে তাঁদের।
এবারের লিগে যে নিয়ম করা হয়েছে, তাতে প্রতিটি ক্লাব তিন জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবেন। কোনো আইকন ক্রিকেটার রাখা হয়নি এবার, খেলোয়াড়দের এ+, এ, বি+,বি, সি, ডি এই ছয় ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মাশরাফি আর মাহমুদউল্লাহ ছাড়াও এ+ ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজ, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয়, রুবেল হোসেন ও ইমরুল কায়েস। এঁদের মধ্যে শুধু ইমরুলকেই ধরে রেখেছে তাঁর বর্তমান ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটারস। তবে মাশরাফি আর মাহমুদউল্লাহ ছাড়া বাকিদের পারিশ্রমিক একটু কম। ইমরুল, মোস্তাফিজ, মিরাজ, রুবেলরা পাচ্ছেন ২৫ লাখ করে, বিজয় ২৬ লাখ। আবার নাসির পাচ্ছেন ২৩ লাখ করে।
ক্যাটাগরি এ তে থাকলেও নাসিরের সমান টাকা পাচ্ছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠন, তাইজুল ইসলামরা। ২০ থেকে ২৫ লাখের মধ্যে পারিশ্রমিক পাচ্ছেন ক্যাটাগরি এ তে থাকা মোহাম্মদ সাইফ উদ্দিন, সাব্বির রহমানরাও। মাশরাফির সঙ্গে আবাহনী যেমন এ ক্যাটাগরির মোসাদ্দেক ও নাজমুল হাসান শান্তকে ধরে রেখেছে। তবে জাতীয় দলের আরেক ব্যাটসম্যান সৌম্য সরকারের ঠাঁই হয়েছে বি+ ক্যাটাগরিতে, তিনি পাবেন ১৮ লাখ টাকা করে। চোট পাওয়া তাসকিন আহমেদ আছেন বি+ ক্যাটাগরিতে, তিনিও পাবেন ১৮ লাখ করে। তবে তাঁর টুর্নামেন্টে নামা নিয়ে আছে সংশয়। বি+ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১৫ থেকে ২০ লাখ টাকার মধ্যে। বি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সি+ ক্যাটাগরির জন্য তা ৮-৯ লাখ, আর সি ক্যাটাগরির জন্য ৫-৭ লাখ। আর সবার নিচে থাকা ডি ক্যাটাগরির জন্য পারিশ্রমিক ৩.৫ লাখ।
ড্রাফটের আগেই এবারের প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়া নতুন দুই দল উত্তরা স্পোর্টিং আর বিকেএসপি ড্রাফটের আগে তিন ক্রিকেটারকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল। এর মধ্যে উত্তরা বেছে নিয়েছে এ ক্যাটাগরিতে থাকা নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান ও সানজামুল ইসলামকে। আর বিকেএসি ডি ক্যাটাগরি থেকে বেছে নিয়েছে তিন তরুণ শামীম পাটোয়ারি, আকবর আলী ও পারভেজ হোসেন ইমনকে।
কে কাকে ধরে রেখেছে
আবাহনী : মাশরাফি বিন মুর্তজা (এ+), মোসাদ্দেক হোসেন (এ), নাজমুল হোসেন শান্ত (এ)
শেখ জামাল ধানমণ্ডি : জিয়াউর রহমান (এ), নুরুল হাসান সোহান (এ), তানবীর হায়দার (বি+)
লিজেন্ডস অব রূপগঞ্জ : নাঈম ইসলাম (এ), নাঈম শেখ (বি), আসিফ হাসান (বি)
প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা (এ), মার্শাল আইয়ুব (এ), আরাফাত সানি (বি+)
খেলাঘর: রবিউল ইসলাম রবি (বি), মাহিদুল ইসলাম অঙ্কন (সি), তানভীর ইসলাম (সি)
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ইমরুল কায়েস (এ+), মাহেদী হাসান (বি+), আবু হায়দার রনি (বি+)
মোহামেডান: রকিবুল হাসান (বি+), কাজি অনীক ইসলাম (সি+), ইরফান শুক্কুর (বি)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আরিফুল হক (এ), জাকির হাসান (বি), মোহাম্মদ আল আমিন (এ)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : শুভাগত হোম (এ), আফিফ হোসেন (বি), তৌহিদ হৃদয় (সি+)
ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিক (বি+), মিজানুর রহমান (বি+), ইয়াসির আলি চৌধুরী (বি+)