মহিলা রেফারি থাকায় ম্যাচ সম্প্রচার বন্ধ!
ইরানের বায়ার্ন মিউনিখ সমর্থকরা প্রতি সপ্তাহের মতো সেদিনও টিভির সামনে বসেছিলেন খেলা দেখার জন্য। কিন্তু বিধিবাম, বায়ার্ন-অসবুর্গের ম্যাচ দেখালো না কোনো চ্যানেলই। অন্য সব ম্যাচ দেখা গেলেও এই ম্যাচটা নেই কেন? পরে জানা গেলো, আসলে এই ম্যাচের রেফারি একজন মহিলা বলেই খেলাটি সম্প্রচার করতে দেয়নি ইরানের সরকার!
বায়ার্ন-অসবুর্গের ম্যাচে রেফারি ছিলেন বিয়াবিয়ানা স্টেইনহাস। যেখানে একজন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করছেন, সেই ম্যাচ টিভিতে দেখাতে রাজি নয় ইরানির সম্প্রচার বিভাগ। দেশটির নিয়ম অনুসারে, একজন মহিলার ছবি প্রচার করা যাবে না, যিনি কিনা শরীরের বেশিরভাগ অংশই ঢাকেননি! ম্যাচের কিছুক্ষণ আগেই তাই সিদ্ধান্ত নেওয়া হয়, বায়ার্ন-অসবুর্গের ম্যাচটি ইরানের কোনো চ্যানেলই সম্প্রচার করতে পারবে না।
যেই ভাবা সেই কাজ, ম্যাচটি ইরানের কোথাও দেখা যায়নি। এ নিয়ে জার্মানি ও ইরানে শুরু হয় নানা আলোচনা। জার্মান টিভি এআরডির ইরানি সংবাদকর্মী নাটাইল আমিরি পরে নিশ্চিত করেন, মহিলা রেফারি থাকার কারণেই ইরান কর্তৃপক্ষ ম্যাচটি সম্প্রচারে বাধা দিয়েছে।
মহিলা রেফারি থাকায় ইরানে বুন্দেসলিগার ম্যাচ সম্প্রচার নিয়ে ঝামেলা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের মে মাসে বায়ার্ন ও কোলিনের ম্যাচেও রেফারি ছিলেন ৩৯ বছর বয়সী স্টেইনহাস। সেই ম্যাচটি সম্প্রচার করলেও যতবারই স্টেইনহাসের দিকে ক্যামেরা গেছে, ততবারই ইরানের টিভিতে দেখানো হয়েছে গ্যালারিতে বসা দর্শকদের!