তাহলে কি ফ্রান্সেই আসছেন মরিনহো?
পর্তুগাল, ইংল্যান্ড, স্পেন, ইতালি। কোচ হয়ে ইউরোপের সেরা লিগগুলো চষে বেড়িয়েছেন তিনি। যেখানেই গেছেন, সাফল্য ধরা দিয়েছে সবখানেই। ইউরোপের সেরা লিগগুলোর চারটিতেই শিরোপা জিতেছেন হোসে মরিনহো। বাকি থাকল কেবল ফ্রেঞ্চ লিগ। এখন হয়ত সেদিকেই মনোনিবেশ করছেন 'দ্য স্পেশাল ওয়ান'। পর্তুগিজ সংবাদপত্র রেকর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে ফ্রান্সের কোনও দলের কোচ হওয়ার ইচ্ছা আছে তার।
গত বছরের শেষদিকে বরখাস্ত হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে। শীতকালীন দলবদলে অন্য কোথাও পাড়ি জমাননি। বেশ খানিকটা অবসর সময়ও পেয়ে গেছেন মরিনহো। গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগে লিলে এবং মপেঁলিয়েরের ম্যাচটি দেখতে লিলের স্টেডিয়াম পিয়ের মারোইয়ে গিয়েছিলেন তিনি। পরদিন রবিবার রেকর্ডের সাথে সাক্ষাৎকার ছিল মরিনহোর। ফ্রান্সে কোচিং করানোর ইচ্ছা আছে কিনা, এমন প্রশ্নে জবাবে মরিনহো জানিয়েছেন, 'অবশ্যই, কেন নয়? ফ্রেঞ্চ লিগ ইউরোপের অন্যতম সেরা। অসাধারণ সব ফুটবলাররা এই লিগে খেলেন। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে দেশটাকে পছন্দ করি। অবকাশ যাপনের জন্য আমার অন্যতম প্রিয় গন্তব্য। ইউরোপের অন্য লিগগুলোয় কোচিং করিয়েছি, শিরোপাও জিতেছি। ভবিষ্যতে ফ্রান্সের কোনও দলকে কোচিং করাতে চাই।'
ভবিষ্যতের কথা বললেও এখনও অবশ্য পরবর্তী গন্তব্য নিয়ে কোনও সিদ্ধান্ত নেননি মরিনহো, 'এখন আপাতত ছুটিটা উপভোগ করতে চাই। গত কয়েক বছর টানা কোচিং করানোয় পরিবার-পরিজনদের সময় দেওয়া হয়নি সেভাবে। এই সময়টা তাদের সাথেই কাটাতে চাই। সামনেই হয়ত কোনও ক্লাব থেকে প্রস্তাব আসবে। তখন যাচাই বাছাই করে দেখব। এখন দর্শক হিসেবেই ফুটবলটা উপভোগ করতে চাই।'