"লিঁওর বিপক্ষে সেরাটা দিতে পারেন না মেসি"
খেলাটা যখন বার্সেলোনার বিপক্ষে, প্রতিপক্ষের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ তিনিই। ফরাসি ক্লাব লিঁওর ভাবনাতেও হয়ত বেশি গুরুত্ব পাচ্ছেন লিওনেল মেসিই। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হওয়ার আগে অবশ্য মেসিকে একটু খোঁচাই মারলেন লিঁও প্রেসিডেন্ট মিচেল ওলাস। ওলাসের মতে, লিঁওর বিপক্ষে কখনোই নিজের সেরা খেলাটা খেলতে পারেন না মেসি।
লিঁওর বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচে মেসির গোল তিন। গত কয়েক সপ্তাহে যে ফর্মে আছেন তিনি, গোলের সংখ্যাটা হয়ত আজ বাড়তেই পারে। লিঁও প্রেসিডেন্ট ওলাস অবশ্য বলছেন, মেসি নয়, তাঁর ক্লাবের বিপক্ষে সবচেয়ে ভালো খেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোই, ‘২০০৪ সালে রোনালদো আমাদের বিপক্ষে যেভাবে খেলেছিল, সেটা আর কারো মাঝে দেখতে পাইনি। আমরা ২-০ তে এগিয়ে ছিলাম। সে একাই দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিল! আমরা বেকহাম, রোনালদো, মেসির মুখোমুখি হয়েছি। কিন্তু মেসি কখনোই নিজের সেরাটা দিতে পারেনি লিঁওর বিপক্ষে। এবারও সেটা বজায় থাকবে এমনটাই চাই। ম্যাচের আগে তাঁর ফ্লু হোক, এটাও মন্দ হয় না!’
লিঁও কোচ ব্রুনো জেনেসিও অবশ্য মেসিকে সর্বোচ্চ গুরুত্বই দিচ্ছেন, ‘মেসিকে আটকাতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। মিডফিল্ডে দখল এনে মেসিকে চাপে রাখতে চাই। তাকে সবসময় মার্ক করে রাখা সম্ভব হয় না, তাও চেষ্টার কোনো কমতি রাখা যাবে না। আর যখন বল আমাদের পায়ে থাকবে না, রক্ষণভাগকে সবসময় সতর্ক থাকতে হবে।’
এত পরিকল্পনার পর লিঁও ডিফেন্ডাররা মেসিকে আটকাতে পারে কিনা, সেটা জানা যাবে আজ রাতেই। অলিম্পিয়া স্টেডিয়ামে রাত দুইটায় দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে মুখোমুখি বার্সা-লিঁও।