• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোমের ভয়াল রাত ভুলতে চায় বার্সা

    রোমের ভয়াল রাত ভুলতে চায় বার্সা    

    বার্সেলোনার বিপক্ষে ২০১৭-১৮ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ন্যু ক্যাম্পে প্রথম লেগে ৪-১ গোলের বড় ব্যবধানেই হেরেছিল রোমা। দ্বিতীয় লেগ নিজেদের মাঠে হলেও রোমার পক্ষে বাজি ধরার লোকের সংখ্যা হয়ত গোণা যেত দু'হাতেই। কিন্তু গত বছরের ১১ এপ্রিল স্তাদিও অলিম্পিকোতে রোমা জন্ম দিল চ্যাম্পিয়নস লিগের অন্যতম বড় অঘটনের। নিজেদের মাঠে বার্সাকে ৩-০ গোলে হারিয়ে তারা 'অ্যাওয়ে' গোলে চলে গেল সেমিফাইনালে। গত মৌসুমের এই অঘটনের পর আজ মঙ্গলবার আবারও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে নামছে বার্সা। অলিম্পিক লিঁওর বিপক্ষে শেষ ষোলর প্রথম লেগের আগে মিডফিল্ডার সার্জিও বুস্কেটস মনে করেন, রোমের সেই ভয়াল রাতের কথা ভুলে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব।

     

     

    ফলাফলটা অবিশ্বাস্য হলেও রোমাকে আবারও অভিনন্দন জানিয়েছেন বুস্কেটস। তবে দ্বিতীয় লেগের আগে বার্সা আত্মতুষ্টিতে ভুগেছে বলে মানতে নারাজ তিনি, '৪-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে এভাবে ঘুরে দাঁড়ানোটা আসলেই দুর্দান্ত। আমি রোমাকে আবারও অভিনন্দন জানাতে চাই। প্রথম লেগে বড় জয়ের পরও আমরা হাল ছাড়িনি। রোমে ম্যাচটা কঠিন হবে জানতাম। তাদের সমর্থকেরাও দুর্দান্ত ছিল। প্রথম গোলের পরও আমরা ভাবিনি এমন কিছু হবে। বড় জয়ের পরও এভাবে বিদায় নেওয়াটা ছিল অবশ্যই হতাশাজনক।'

     

     

    বুধবার লিঁওর বিপক্ষে নকআউট পর্বের আগে নামার আগে সেই দুস্মৃতি ভুলে যেতে চাচ্ছেন তিনি, 'রোমার বিপক্ষে যা হওয়ার হয়ে গেছে। এখনও ঐ ম্যাচ নিয়ে পড়ে থাকা যাবে না। এই মৌসুমের গ্রুপপর্বটা আমাদের দারুণ কেটেছে। লা লিগায়ও টেবিলের শীর্ষে আছি আমরা। আশা করি এবার রোমার মত কিছু হবে না। তবে সেটা নিশ্চিত করতে হবে আমাদেরই। লিঁও দুর্দান্ত দল। কঠিন এক লড়াই-ই প্রত্যাশা করছি আমরা।'