• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    সুয়ারেজের গোলখরা নিয়ে চিন্তিত নন ভালভার্দে

    সুয়ারেজের গোলখরা নিয়ে চিন্তিত নন ভালভার্দে    

    এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে পাঁচটি ম্যাচ খেললেও একবারও বল জালে জড়াতে পারেননি তিনি। লিঁওর বিপক্ষে গতকালও একের পর এক সুযোগ নষ্ট করে শুধু হতাশাই উপহার দিয়েছেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শুধু চ্যাম্পিয়নস লিগে নয়, সুয়ারেজের গোলখরা চলছে লা লিগাতেও। লিঁওর বিপক্ষে ড্রয়ের পর বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে অবশ্য বলছেন, সুয়ারেজের গোলখরা নিয়ে একদমই ভাবছেন না তিনি।

     

     

    গতকালের ম্যাচের পর এই মৌসুমে পাঁচটি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোলের দেখা পাননি সুয়ারেজ। সবশেষ ২৩ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তাঁর গোলের সংখ্যা মাত্র চার। অ্যাওয়ে ম্যাচে তো যেন গোল করতে ভুলেই গেছেন সুয়ারেজ, শেষবার ২০১৫ সালে রোমার মাঠে গোল পেয়েছিলেন তিনি! মৌসুমের প্রথম ভাগে লা লিগায় নিয়মিতই গোল পাচ্ছিলেন সুয়ারেজ। প্রথম ১৫ ম্যাচে করেছিলেন ১৪ গোল। এরপর লা লিগাতেও গোল পাচ্ছেন না, শেষ আট ম্যাচে বল জালে জড়িয়েছেন মাত্র একবার!

    সুয়ারেজের এমন বাজে ফর্ম নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছেন না ভালভার্দে, ‘একজন স্ট্রাইকারের কাজ গোলের সুযোগ তৈরি করা, এটা যদি সে না করতে পারত তাহলে আমি দুশ্চিন্তা করতাম। সে সবসময়ই গোলের সুযোগ তৈরি করছে, প্রতিপক্ষের ডিফেন্ডারদের চাপে ফেলছে। অন্যদের দিয়ে গোলও করাচ্ছে। নিজে হয়ত খুব বেশি গোল করতে পারছে না। এটা নিয়ে আমার খুব একটা মাথাব্যথা নেই।’

    ভালভার্দের সাথে একমত সুয়ারেজের বার্সা সতীর্থ জেরার্ড পিকেও, ‘এরকম গোলখরা চলতে থাকে স্বভাবতই একজন ফরোয়ার্ড হতাশ হয়ে পড়ে। তবে সে যে গোল করতে পারে, সেটা সে অসংখ্যবার প্রমাণ করেছে। আশা করি সে দ্রুতই পুরনো ফর্মে ফিরবে।’

    সুয়ারেজ নিজেও নিশ্চয়ই দ্রুত গোলখরাটা কাটিয়ে উঠতে চাইবেন।