• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রাগবি দলকে অনুপ্রেরণা দিলেন টেরি

    রাগবি দলকে অনুপ্রেরণা দিলেন টেরি    

    সাবেক ইংলিশ অধিনায়ক জন টেরি এবার ফুটবল ছেড়ে ঢুঁ মেরে এসেছেন ইংল্যান্ড রাগবি দলের ট্রেইং গ্রাউন্ডেও। সিক্স নেশনস লিগে ওয়েলেসের বিপক্ষে ম্যাচের আগে নিজে উপস্থিত হয়ে রাগবি দলকে অনুপ্রেরণা যুগিয়ে এসেছেন টেরি।

     

     

    " আমার খেলোয়াড়দের জন্য দারুণ উপকার হলো। টেরির সঙ্গে কথা বলে সবার অনুপ্রেরণা বেড়ে গেছে"- ইংল্যান্ড রাগবি দলের কোচ স্টিভ ব্রথউইক বলেছেন বিবিসিকে। কিন্তু সারাজীবন ফুটবল নিয়ে থাকা সাবেক চেলসি ডিফেন্ডার কী এমন বললেন রাগবি খেলোয়াড়দের? 

    কথা বলার বিষয়বস্তু ছিল খেলা, কিন্তু এক্ষেত্রে সব খেলাই এক। অনুপ্রেরণা যোগানোর সময় তো ফুটবল আর রাগবিতে ভেদ থাকে না তেমন! কোচই জানাচ্ছেন টেরি কী বলেছেন তার খেলোয়াড়দের, "ও আসলে নিজের কথাই বলেছে। সফল একটা দলের সঙ্গে লম্বা সময় পার করেছে টেরি। একটা সফল দলের ব্যাপারগুলো কেমন, কেমন আত্মবিশ্বাস থাকা জরুরী, কীভাবে অনুশীলন করতে হবে, কোন মানসিকতা ধারণ করতে হবে সেগুলোই বলেছে। আমরাও আসলে এগুলো নিয়েই কথা বলতাম। সব দলেই একজন নেতা থাকে। যাকে আলাদা দায়িত্ব নিতে হয়, টেরিও তেমনই একজন ছিল।"