• সিরি আ
  • " />

     

    "ফেসবুকে ইকার্দির সমস্যার সমাধান হবে না"

    "ফেসবুকে ইকার্দির সমস্যার সমাধান হবে না"    

    গত কয়েক মৌসুমে ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতা তিনি। এবারো ১৫ গোল করে সবার চেয়ে এগিয়ে আছেন মাউরো ইকার্দি। তবে হুট করেই ইন্টারে তাঁর ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। গত সপ্তাহে কেড়ে নেওয়া হয়েছে তাঁর অধিনায়কত্ব, গুঞ্জন উঠেছে তাঁর ক্লাব ছাড়ারও। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইকার্দির পক্ষে ‘লড়াই’ চালিয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী ও এজেন্ট ওয়ান্ডা নারা। ইন্টার কোচ লুসিয়ানো স্পালেত্তি বলছেন, ফেসবুকের লাইক কমেন্ট নয়, ইকার্দিকে সামনাসামনি আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে।

     

     

    গত সপ্তাহে ইউরোপা লিগে র‍্যাপিড ভিয়েনার বিপক্ষে ম্যাচের ঠিক আগেই ঘোষণা আসে, আর ইন্টারের অধিনায়ক থাকছেন না ইকার্দি। এই ঘোষণার পর স্বভাবতই চটেছিলেন এই আর্জেন্টাইন। ভিয়েনার বিপক্ষে ম্যাচেও খেলতে রাজি হননি, 'অজুহাত' হিসেবে হাঁটুর ইনজুরির কথা জানিয়েছিলেন। ভিয়েনার ম্যাচের পর সিরি আতে সাম্পদোরিয়ার বিপক্ষেও গ্যালারিতে বসেই খেলা দেখেছেন ইকার্দি। আজ ভিয়েনার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও হয়ত থাকছেন না তিনি। 

    অধিনায়কত্ব হারানোর সাথে গুঞ্জন উঠেছে ইকার্দির ক্লাব ছাড়ারও। সবকিছু মিলিয়ে টিভি, পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্ত্রী ও এজেন্ট নারা একাই লড়াইটা চালিয়ে যাচ্ছেন ইন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে।

    ইন্টার কোচ স্পালেত্তি ইকার্দি ও তাঁর স্ত্রীর ‘ফেসবুকের লড়াইয়ে’ বেশ বিরক্তি, ‘কিছু সমস্যা মোবাইলের চ্যাটে বলে সমাধান হয় না। ফেসবুকে লাইক, কমেন্ট, ভিডিও আপলোড করেও হয় না। ইকার্দিকে সামনাসামনি বসেই এটা নিয়ে কথা বলতে হবে। আমাদের সাথে কথা বলা ছাড়া তাঁর সমস্যা সমাধানের আর কোন উপায় নেই।’

    ইকার্দি কি আদৌ কোচের সাথে আলোচনায় বসবেন?