"আমি পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছি, অ্যাটলেটিকো একবারও না"
ওয়ান্ডা মেট্রোপলিটন স্টেডিয়ামের দর্শক যে তাকে খুব ভালোভাবে স্বাগত জানাবে না, সেটা হয়ত আগেই জানতেন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে পুরোটা সময়ই দুয়ো দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা। রোনালদোও কম যান না, অ্যাটলেটিকো সমর্থকদের মনে করিয়ে দিলেন, তিনি একাই জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, অ্যাটলেটিকো জেতেনি একবারও!
গত নয় বছর ধরেই রিয়াল মাদ্রিদের হয়ে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর মাঠে খেলতে আসতেন রোনালদো। রিয়ালের হয়ে অ্যাটলেটিকোর বিপক্ষে রেকর্ড ২২ গোল করেছিলেন সিআর সেভেন। গতকাল দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রোনালদো আবার ফিরলেন মেট্রোপলিটন স্টেডিয়ামে, তবে এবার জুভেন্টাসের জার্সি গায়ে। রিয়ালের জার্সি গায়ে সফল হলেও কাল গোল করতে পারেননি রোনালদো, দলও হেরেছে ২-০ গোলে।
পুরো ম্যাচেই রোনালদোকে নানাভাবে খোঁচা দিয়েছেন গ্যালারিতে বসা দর্শক। রোনালদোর ট্যাক্স ফাঁকি নিয়েই বেশ কয়েকবার স্লোগান দিয়েছেন অনেকে। এসব স্লোগান রোনালদোর কানেও গিয়েছে।
ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে তিনিও আঙুল তুলে দর্শকের দিকে ইশারা করেছেন। পাঁচ আঙুল দেখিয়ে তাদের মনে করিয়ে দিয়েছেন, তিনি পাঁচবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঁচিয়ে ধরেছেন। যেখানে অ্যাটলেটিকো এখন পর্যন্ত ইউরোপসেরা হতে পারেনি।
রোনালদোর এমন কথায় হয়ত খুব একটা রাগ করবে না অ্যাটলেটিকো সমর্থকরা। রোনালদোর জুভেন্টাসকে বিদায় করার পথে যে একধাপ এগিয়ে গেছে তাদের দল।