রবসনকে ছাড়িয়ে যাচ্ছেন 'বুড়ো' হজসন
ক্যারিয়ারের প্রায় এক দশক ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের ম্যানেজার হিসেবে কাটিয়েছেন তিনি। পেশাদারি কোচিং ক্যারিয়ারের বয়সটাও পেরিয়েছে চল্লিশ বছরের গণ্ডি। লিভারপুল, ফুলহ্যাম হয়ে এখন ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার রয় হজসন। মাঝে চার বছর ইংল্যান্ড জাতীয় দলেরও ম্যানেজার ছিলেন। মেঘে মেঘে কম বেলা হয়নি। আজ শনিবার লেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে প্যালেস। কোচিং ক্যারিয়ারের ৪৩তম বছরে এসে বিরল এক রেকর্ড গড়বেন হজসন। প্রিমিয়ার লিগের কোনও ক্লাবের সবচেয়ে বয়স্ক ম্যানেজারের রেকর্ডটা এতদিন ছিল সাবেক নিউক্যাসেল ইউনাইটেড ম্যানেজার স্যার ববি রবসনের। ৭১ বছর ১৯২ দিন বয়সে কোচিং ক্যারিয়ারের ইতি টেনেছিলেন প্রয়াত ইংলিশ ম্যানেজার, ২০০৩-০৪ মৌসুমের পর। আজ ৭১ বছর ১৯৬ দিনে রেকর্ডটি নিজের করে নিচ্ছেন হজসন।
রবসনের রেকর্ড নিজের করে নেওয়ার দিনে ব্যক্তিগত নয়, দলীয় সাফল্য নিয়েই বেশ চিন্তিত মনে হল হজসনকে, 'অবশ্যই আজকের দিনটা আমার জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কিন্তু ৪৩ বছরের কোচিং ক্যারিয়ারে আমি কখনোই ব্যক্তিগত সাফল্যকে এগিয়ে রাখিনি। দলের সাফল্যই আমার কাছে মুখ্য। অবশ্যই আজকে মাঠে নামার সময় রেকর্ডের কথাটা আমার মনে থাকবে। আসলে সত্যি বলতে মনে না থাকার অবকাশও নেই কারণে গত সপ্তাহখানেক ধরে পরিচিতদের শুভেচ্ছায় রীতিমত সিক্তই হয়েছি আমি। ফুটবলে আমার সতীর্থ, ম্যানেজার, ভক্ত সবার কাছেই আমি কৃতজ্ঞ।'