• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'নর্থ' যাওয়ার আগে ওল্ড ট্রাফোর্ড ঘুরে গেলেন জন স্নো

    'নর্থ' যাওয়ার আগে ওল্ড ট্রাফোর্ড ঘুরে গেলেন জন স্নো    

    ওল্ড ট্রাফোর্ডের আঙিনায় ঘোরাঘুরি অভ্যাসই বানিয়ে ফেলেছে 'নাইটওয়াচের' লোকজন! এইচবিওর বিখ্যাত গেম অফ থ্রোন্সের জনপ্রিয় ক্যারেক্টার জন ব্রাডলি (স্যামুয়েল টার্লি) এর আগে ওল্ড ট্রাফোর্ডে মার্কোস র‍্যাশফোর্ডকে প্রিমিয়ার লিগ প্লেয়ার অফ দ্যা মান্থের পুরস্কার দিয়েছিলেন। এবার ওল্ড ট্রাফোর্ড ঘুরে গেছেন তার 'লর্ড কমান্ডার'  কিট হ্যারিংটন। 




    কিট হ্যারিংটন গেম অফ থ্রোন্সের দুনিয়ায় জন স্নো। ম্যানচেস্টার ইউনাইটেড তাকে সাদরেই গ্রহণ করেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক কিট হ্যারিংটনও দেখা করে গেছেন ম্যানেজার ওলে গানার সোলশায়ারের সঙ্গে। ইউনাইটেড ম্যানেজার তাকে উপহার দিয়েছেন 'কিং ইন দ্যা নর্থ' লেখা ইউনাইটেডের একটি জার্সিও। ইউনাইটেডের  অফিসিয়াল টুইটার থেকেও  অভ্যর্থনা জানানো হয়েছে হ্যারিংটনকে।  



    কিং ইন দ্যা নর্থ অবশ্য শুধুমাত্র ম্যানেজারের সঙ্গেই দেখা করে ওল্ড ট্রাফোর্ড ছাড়েননি। এরপরে দেখা করেছেন ক্লাব অধিনায়ক ক্রিস স্মলিংয়ের সঙ্গেও। স্মলিং আবার ওই মুহুর্তের একটি ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, "অবশ্যই কিং ইন দ্যা নর্থ একজন রেড ডেভিল সমর্থক! তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, নতুন সিজনের জন্য অপেক্ষা করছি!"

    খেলা আর ব্যস্ততার মাঝে অনেক ফুটবলাররাও যে নিয়মিত গেম অফ থ্রোন্সে বুঁদ হয়ে থাকেন সেটাও বুঝিয়ে দিয়েছেন স্মলিং! গেম অফ থ্রোন্সে আপাতত 'নর্থের' উদ্দেশ্যে যাত্রা করছেন জন স্নো, সেখানে পৌঁছাতে পারবেন কী না সেটা জানতে অবশ্য নতুন সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তবে তার আগেই একবার ওল্ড ট্রাফোর্ড ঘুরে গেলেন তিনি! অন্ততপক্ষে ফুটবলে কোন ক্লাব সমর্থন সেটা তার জানা!