২ কোটি টাকা জরিমানা গুণছেন কেপা
কারাবাও কাপের ফাইনালের ওই ঘটনা রীতিমত হইচই ফেলে দিয়েছে ফুটবল বিশ্বে। চেলসি কোচ মাউরিসিও সারির সিদ্ধান্ত অগ্রাহ্য করে খেলা চালিয়ে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। পরে দুজনই স্বীকার করেছেন, পুরো ব্যাপারটাই আসলে ভুল বোঝাবুঝি ছিল। শেষ পর্যন্ত ক্ষমা চাইলেও কেপাকে জরিমানা গুণতেই হচ্ছে। কেপাকে তার এক সপ্তাহের বেতন জরিমানা করেছে চেলসি কর্তৃপক্ষ।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিগ কাপের ফাইনালের শেষ মুহূর্তে চোট পেয়েছিলেন কেপা। সারি তখন তাকে উঠিয়ে নিতে চাইলেও কেপা সেটা করেননি। বেশ কয়েক মিনিটের নাটকের পর মাঠেই থেকে গেছেন তিনি। পরবর্তীতে কেপা জানিয়েছিলেন, তিনি ফিট ছিলেন বলেই মাঠ ছাড়তে চাননি।
ভুল বোঝাবুঝি হলেও সবার কাছে ক্ষমাও চাইলেন কেপা, ‘যদি ব্যাপারটা ভুল বোঝাবুঝি ছিল, তাও আমি ক্ষমা চাইছি। কারণ ওই সময় আমি পরিস্থিতিটা সঠিকভাবে সামলাতে পারিনি। কোচ, সতীর্থ বিশেষ করে ক্যাবেয়ারোর কাছে ক্ষমাপ্রার্থী। এই ঘটনা থেকে আমি শিক্ষা পেয়েছি। ক্লাব আমাকে যে শাস্তিই দিবে সেটা মাথা পেতে নেবো।’
চেলসি তাকে কোন নিষেধাজ্ঞা দেয়নি। তবে জরিমানার অংকটাও বেশ বড়। কেপার এক সপ্তাহের বেতন প্রায় ২ কোটি টাকা, পুরোটাই চেলসির ফান্ডে জমা দিতে হবে তাকে। চেলসি কোচ সারি বলছেন, কেপার ক্ষমা চাওয়ার পর ব্যাপারটা সবার ভুলে যাওয়া উচিত, ‘সে ক্ষমা চেয়েছে। এখন ব্যাপারটা নিয়ে আর কথা বাড়ানো উচিত না।’
তবে ডেইলি মেইল বলছেন, ব্যাপারটা এতো সহজে দফারফা হচ্ছে না। চেলসির ভেতরেই কেপাকে খেলানো নিয়ে দুই ভাগে বিভক্ত হয়েছেন ফুটবলাররা। শেষ পর্যন্ত সারি তাকে নিয়মিত খেলান কিনা, সেটা জানা যাবে সামনের দিনগুলোতেই।