• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    নেইমারের মাটিতে পড়ে যাওয়া একটা কৌশল!

    নেইমারের মাটিতে পড়ে যাওয়া একটা কৌশল!    

    রাশিয়া বিশ্বকাপে তাঁর মাটিতে ‘গড়াগড়ি খাওয়া’ নিয়ে কম সমালোচনা হয়নি। বিশ্বকাপের প্রায় সব ম্যাচেই ফাউল করার সাথে সাথেই মাটিতে পড়ে গেছেন নেইমার। এ নিয়ে প্রতিপক্ষ ও সাবেক ফুটবলারদের অভিযোগের শেষ ছিল না। নেইমার বরাবরই বলে এসেছেন, তিনি কখনোই স্বেচ্ছায় পড়ে যান না। তবে নেইমারের বাবা এবার বলছেন ভিন্ন কথা। নেইমার সিনিয়র জানালেন, নেইমারের মাটিতে পড়ে যাওয়াটা একটা ‘কৌশল’।

    নেইমারের বাবা বলছেন, প্রতিপক্ষের বাজে ফাউলের হাত থেকে রক্ষা পেতেই আগেভাগে মাটিতে পড়ে যান, ‘মানুষ এটাকে ডাইভ দেওয়া বলতে পারে। কিন্তু সে ডাইভ দেয় না। এটা আসলে একটা কৌশল বলতে পারেন! এটা সে একাডেমীর দিনগুলো থেকেই করে আসছে। পেশাদার ক্যারিয়ারেও এটা বজায় রেখেছে।’

    বাবার কথাতেই এই বিশেষ ‘কৌশল’ অবলম্বন করেন নেইমার, ‘আমি তাকে সবসময় বলতাম, যদি কেউ তাকে ফাউল করতে আসে, তাহলে শরীরে লাগার আগেই যেন সে মাটিতে পড়ে যায়। এই সতর্কবার্তাটা আমাকে দিতেই হতো। কারণ শারীরিক ট্যাকেলে নেইমার জিততে পারবে না। তাই তাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। সেটাই সে সবসময় করে।’

    গত বছর ইনজুরিতে পড়ে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল নেইমারের। এবারো ইনজুরির কারণে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। নেইমারের প্রতি রেফারিদের আবারো বিশেষ নজর দেওয়ার আহবান জানালেন তাঁর বাবা, ‘যারা তাঁর ডাইভ দেওয়া নিয়ে সমালোচনা করে, তাদের কিছু বলতে চাই না। আমি শুধু রেফারিদের বলতে চাই, তাঁরা যেন সবসময় নজর রাখে নেইমারকে ইচ্ছা করে ফাউল করা হচ্ছে কিনা।’