কেপাকে খেলানোর নিশ্চয়তা দিচ্ছেন না সারি
লিগ কাপের ফাইনালের তিনদিন পরই আবার মাঠে নামছে চেলসি। চাপে থাকা চেলসি ম্যানেজার মাউরিসিও সারির এবারের পরীক্ষা টটেনহাম হটস্পার। স্ট্যামফোর্ড ব্রিজে আগামীকাল এই দুইদল মাঠে নামবে। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে এখনও ভর করে আছে কেপা কাহিনী। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনালে বদলি হতে অস্বীকৃতি জানানো গোলরক্ষক কেপা টটেনহামের বিপক্ষে দলে থাকবেন কী না, সেই নিশ্চয়তা দিতে পারছেন না চেলসি ম্যানেজার।
"আমার আসলে সিদ্ধান্ত নিতে হবে। আমি এখনও জানিনা। কেপা খেলতেও পারে, আবার নাও খেলতে পারে।"
"ও একটা বড় ভুল করেছে, তবে আমার জন্য ব্যাপারটা শেষ।"
"আমি কেপার সঙ্গে কথা বলেছি। তারপর পুরো দলের সঙ্গে কথা বলেছি। সে দলের সহকারিদেড় সবার কাছে দুঃখ প্রকাশ করেছে নিজের কাজের জন্য। কিন্তু এটাই যথেষ্ট ছিল না। এরপর সে দলের প্রতিটি সদস্যের কাছেও দুঃখ প্রকাশ করেছে। সে একটা বড় ভুল করেছে, কিন্তু আমাদের মহৎ হতে হত। আমরা তো আর তাকে এ কারণে মেরে ফেলতে পারি না!"
সংবাদ সম্মেলনে সারিকে জিজ্ঞেস করা হয়েছিল কেপাকে খেলানো হবে কী না, জবাবে ইতালিয়ান ম্যানেজার বলেছেন, "আমি জানিনা। এটা আসলে পুরো দলের সিদ্ধান্ত।"
কেপা বিশ্বরেকর্ড গড়ে অ্যাথলেটিক বিলবাও থেকে দলে ভিড়িয়েছিল চেলসি। ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক এখনও সেভাবে পারমর্ফ করতে না পারলেও লিগ কাপের ফাইনালে শিরোনাম হয়েছেন অন্য ঘটনায়। সে কারণে তাকে দুই কোটি টাকা জরিমানাও করা হয়েছে চেলসির পক্ষ থেকে।