চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে নিষিদ্ধ হচ্ছেন রামোস?
আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের শেষ মুহূর্তে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস নিজেই স্বীকার করেছিলেন, ইচ্ছা করেই হলুদ কার্ড দেখেছিলেন তিনি! কোয়ার্টার ফাইনালে যেন নিষিদ্ধ হতে না হয়, এজন্যই রামোসের এই স্বেচ্ছায় কার্ড দেখা। তবে ইচ্ছা করে কার্ড দেখে পার পাচ্ছেন না তিনি, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইউয়েফা। শুধু আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগ নয়, রামোস মিস করতে পারেন কোয়ার্টার ফাইনালও।
আয়াক্সের বিপক্ষে ম্যাচের আগে এই মৌসুমে দুটি হলুদ কার্ড দেখা হয়ে গেছে রামোসের। আরেকটি হলুদ কার্ড দেখলেই পরের ম্যাচে নিষিদ্ধ হতেন রামোস। সেই নিষেধাজ্ঞা যেন কোয়ার্টার ফাইনালে না আসে, এজন্যই হলুদ কার্ডটা প্রথম লেগেই দেখতে চেয়েছিলেন তিনি। তাই ৮৯ মিনিটে আয়াক্সের ক্যাস্পার ডলবার্গকে ফাউল করেন রামোস। ম্যাচের পর নিজেই স্বীকার করেছেন ইচ্ছা করে ফাউলের কথাটা।
হলুদ কার্ড দেখায় আয়াক্সের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ মিস করবেন রামোস। তবে রিয়াল কোয়ার্টারে উঠলে নিশ্চিন্তে খেলবেন, সেই আশাটা হয়ত নাও পূর্ণ হতে পারে তাঁর। ইচ্ছা করে কেউ কার্ড দেখলে ইউয়েফা তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করতে পারে। রামোসের ইচ্ছা করে করা ফাউলের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইউয়েফা, তদন্ত করে সিদ্ধান্ত দেওয়া হবে দ্রুতই। ইউয়েফা যদি দুই ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞা দেয়, তাহলে রিয়াল কোয়ার্টার ফাইনালে উঠলেও খেলা হবে না রামোসের!
রামোসের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো বাড়তে পারে সাম্প্রতিক সময়ে ভ্যালেন্সিয়া মিডফিল্ডার জফরি কন্দোগবিয়ার ঘটনায়। ইউরোপা লিগে সেল্টিকের বিপক্ষে ম্যাচে ইচ্ছা করে হলুদ কার্ড দেখায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইউয়েফা। রামোসের ভাগ্যেও কি এমন কিছু ঘটবে?