টটেনহাম এখনো শিরোপা জয়ের যোগ্য হয়নি: পচেত্তিনো
প্রতিপক্ষ যখন পয়েন্ট টেবিলের তলানিতে থাকা বার্নলি, টটেনহামের মতো শিরোপা প্রত্যাশী দল জয় ছাড়া কিছুই ভাববে না। লিগের শেষভাগে এসে যখন লিভারপুল-ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলার চেষ্টায় আছে স্পার্স, তখনই বার্নলির কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে তাঁরা। এমন হারে রীতিমত ক্ষুব্ধ টটেনহাম কোচ মাউরিসিও পচেত্তিনো বলছেন, টটেনহাম এখনো শিরোপা জয়ের জন্য যোগ্য দল হয়ে উঠতে পারেনি।
লিগে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ছয় পয়েন্ট পেছনে থেকে তৃতীয় স্থানে আছে স্পার্স। বার্নলির সাথে জিতলে লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান দাঁড়াত মাত্র তিন।
যেখানে লিগের বাকি আর মাত্র এগারো ম্যাচ, এরকম মুহূর্তে বার্নলির কাছে হার কিছুতেই মানতে পারছেন না পচেত্তিনো, ‘আপনি যখন শিরোপার জন্য লড়ছেন, এরকম ম্যাচে জয় ছাড়া আর কোন ফলাফলই গ্রহণযোগ্য হবে না। মৌসুমের এই অবস্থায় এসে বার্নলির কাছে হারের পর কেউ দাবি করতে পারবে না যে আমরা আসলেই শিরোপাপ্রত্যাশী! শেষ ১০-১২ ম্যাচে আপনাকে নিজের শক্তিমত্তাটা দেখাতেই হবে। সত্যি বলতে, আমরা হয়ত ভালো দল। কিন্তু লিগ শিরোপা জয়ের যোগ্যতা এখনো হয়নি আমাদের। এটা হয়ত ফুটবলাররাও মানবেন।’
শুধু হার না, টটেনহামের খেলার ধরনও হতাশ করেছে পচেত্তিনোকে, ‘ম্যাচে আমাদের কোন নির্দিষ্ট লক্ষ্যই ছিল না। আমরা যে লিগ জয়ের জন্য লড়ছি, সেটার ছিটেফোঁটাও বোঝা যায় না খেলা দেখে। এটাই সবচেয়ে দুশ্চিন্তার ব্যাপার।’
এই মৌসুম তো নয়ই, টটেনহামের আগামী ৫-১০ বছরেও শিরোপা জিততে পারবে না বলে শঙ্কা পচেত্তিনোর, ‘এসব আসলে কয়েক সপ্তাহে ঠিক করা যায় না। আমি পাঁচ বছর ধরে আছি, এটাও খুব একটা বেশি সময় না। হয়ত টটেনহামের শিরোপা জয়ের জন্য যা দরকার, সেটা ১০ বছর পর আসবে! লিভারপুল কিংবা অন্যরা আমাদের চেয়ে ভালো, এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমরা নিজেরা কতটা উন্নতি করছি।’
টটেনহাম সমর্থকরা পচেত্তিনোর এখন কথা শুনে খানিকটা হতাশই হবেন।