• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফিলিপাইনকে ১০ গোল দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

    ফিলিপাইনকে ১০ গোল দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের    

    এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। তহুরা খাতুন একাই করেছেন ৪ গোল। অনুচিং মগিনি করেছেন জোড়া গোল, আর একটি করে গোল করেছেন অধিনায়ক মারিয়া মান্দা ও দুই শামসুন্নাহার।

    ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ফিলিপাইন। প্রথমার্ধেই বাংলাদেশ করেছে ৬ গোল। তহুরা সবগুলো গোল করেছেন প্রথমার্ধেই। বড় জয়ে মূল পর্বে যাওয়ার পথে ভালোভাবেই এগিয়ে গেল বাংলাদেশ। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী মিয়ানমার, চীন ও ফিলিপাইন। আপাতত ফিলিপাইন বাধা পেরিয়ে গেছে বাংলাদেশ। এরপরের ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ চলে যাবে মূল পর্বে। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে, থাইল্যান্ডে।