• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটির কঠিন, লিভারপুলের বড় জয়

    সিটির কঠিন, লিভারপুলের বড় জয়    

    প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে পরিবর্তন আসেনি। লিভারপুল, ম্যানচেস্টার সিটি দুইদলই নিজেদের ম্যাচে জয় পেয়েছে। তবে লিগের ২৮তম রাউন্ডে দুইদল তিন পয়েন্ট পেয়েছে দুইভাবে। ওয়াটফোর্ডকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আর ঘরের মাঠে ম্যান সিটিকে করতে হয়েছে সংগ্রাম। সার্জিও আগুয়েরোর পেনাল্টি গোলে ওয়েস্টহ্যামকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। 



    সাবেক সিটি ম্যানেজার ম্যানুয়েল পেলেগ্রিনি প্রস্তুতি নিয়েই এসেছিলেন ইতিহাদে। ওয়েস্টহ্যামের গোছানো রক্ষণ ভেদ করতে তাই কষ্টই করতে হয়েছে সিটিজেনদের। কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে ডেভিড সিলভা অবসহ্য শুরুতেই কাজটা সহজ করতে পারতেন দলের জন্য। তবে তখন বারপোস্টে আটকে গেছে সিলভার গোল ভাগ্য। এরপর থেকে  ওয়েস্টহ্যাম হতাশই করে গেছে সিটিকে। 

    সপ্তাহের শুরুতে ইএফএল কাপ জেতা সিটি মাঠে নেমেছিল রাহিম স্টার্লিং ও বের্নার্দো সিলভাকে ছাড়া।ওয়েস্টহ্যাম প্রথমার্ধে আক্রমণে তেমন একটা মনোযোগী ছিল না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে অ্যান্ডি ক্যারোল ভয়ই পাইয়ে দিয়েছিলেন ঘরের দলকে। অন্যদিকে সহজ জয়ের পথে থাকা লিভারপুলও ইতিহাদে অস্বস্তি তৈরি করছিল। ৮০ শতাংশ বল পজেশন নিয়েও আক্রমণে ধুঁকছিল তখন সিটি। পরে স্টার্লিং আর সিলভাকে নামিয়েই ভাগ্য ফেরাতে হয়েছে গার্দিওলাকে। সিলভা নামার সঙ্গে সঙ্গেই প্রভাব রেখেছেন খেলায়, কাট করে ভেতরে ঢুকে পেনাল্টি আদায় করে নিয়েছেন ৫৯ মিনিটে। সার্জিও আগুয়েরো লুকাস ফাবিয়াস্কিকে উলটো দিকে পাঠিয়ে স্পটকিক থেকে করেছেন সিটির জয়সূচক গোলটি। 

     

    অ্যানফিল্ডে অবশ্য ওয়াটফোর্ডকে পাত্তাই দেয়নি লিভারপুল। প্রথম ২০ মিনিটেই সাদিও মানের দুর্দান্ত দুই গোলে বড় জয়ের পথে ইয়ুর্গেন ক্লপের দল। মানে প্রথম গোল করেন দুর্দান্ত এক হেডে। এরপর দ্বিতীয় গোল করেন বুদ্ধিদীপ্ত আরেক ব্যাক হিলে। দ্বিতীয়ার্ধে ডিভক অরিগি ব্যবধান আরও একবার বাড়ানোর মোহাম্মদ সালাহ গোল মিস করেন গোলবারের কারণে। শেষদিকে ভার্জিল ভ্যান ডাইকও করেন জোড়া গোল, লিভারপুল ডিফেন্ডারের দুই গোলই এসেছে হেডে। মৌসুমের সবচেয়ে বড় জয়টা তাই ওয়াটফোর্ডের বিপক্ষেই নিশ্চিত হয় লিভারপুলের। 

    লিভারপুলের মতো প্রতিপক্ষকে ৫ গোল দিয়েছে আর্সেনালও। মেসুত ওজিল একাদশে ফিরেছিলেন বোর্নমাউথের বিপক্ষে। মাঠে নেমেই ৪ মিনিটের মধ্যে জার্মান মিডফিল্ডার এগিয়ে দিয়েছিলেন আর্সেনালকে।  এরপর একে একে গোল করেছেন হেনরিখ মিখিতারিয়ান, লরেন্ট কোসেলনি, পিয়ের এমেরিক অবামেয়াং ও অ্যালেক্সান্ডার লাকাজেত। টটেনহাম চেলসির কাছে হারায় এই জয়ে বিরাট লাভই হয়েছে উনাই এমেরির দলের। নর্থ লন্ডনের প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৪  এ কমিয়ে এনেছে আর্সেনাল। 

    রাতে অন্য ম্যাচে ড়োমেলু লুকাকুর জোড়া গোলে সেলহার্স্ট পার্কে ৩-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ওলে গানার সোলশায়ারের অপরাজিত থাকাটা তাই গিয়ে ঠেকল ১১ ম্যাচে। চেলসির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে থেকে তাই ইউনাইটেড আছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে।