এএফসি অনূর্ধ্ব-১৬ এর মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
স্বাগতিক মিয়ানমারকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে ফিলিপাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ বি তে বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই মূল পর্বে খেলা নিশ্চিত হত। স্বাগতিকদের বিপক্ষে জয় দিয়েই সেটা নিশ্চিত করেছে তহুরারা। শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে বাঁকানো কর্নার থেকে গোল করেন মনিকা চাকমা। মিয়ানমার গোলরক্ষক অবশ্য প্রথমে বলটা ধরার চেষ্টাই করেছিলেন, তবে শেষরক্ষা করতে পারেননি। মনিকার ওই গোলই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের খেলায়।
দুই ম্যাচে শেষে ১১+ গোলব্যবধান নিয়ে বাংলাদেশ আছে গ্রুপের দুই নম্বরে। শীর্ষে থাকা চীনকে শেষ ম্যাচে ২ গোলের ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে যাবে অনূর্ধ্ব- ১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে। তবে হারলেও খুব বেশি কিছু হারাতে হবে না বাংলাদেশকে। থাইল্যান্ডে হতে যাওয়া টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত হয়েছে মিয়ানমারের বিপক্ষে জয় দিয়েই, সঙ্গে এই টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছে তারা।
এর আগে মাত্র দুইবার এই টুর্নামেন্টের মূল পর্বে খেলেছিল বাংলাদেশ। ২০০৫ সালে প্রথমবার, ও দুই বছর আগে ২০১৭ সালে।