আইপিএলে ভালো খেললেও বিশ্বকাপে সুযোগ হবে না: কোহলি
কিছুদিন আগেই পাকিস্তান কোচ মিকি আর্থার বলেছিলেন, বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে পাকিস্তানের ক্রিকেটারদের ভালো খেলতে হবে পিএসএলেও। ভারত অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পথে হাঁটছে না। বিরাট কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপে সুযোগ পেতে আইপিএলের পারফরম্যান্স একটুও কাজে আসবে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজটাই বিশ্বকাপের আগে ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ। বিশ্বকাপের আগে আরও বেশি ওয়ানডে কেন খেলছে না ভারত, সেটা নিয়ে কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন কোহলি। অনেকেই তাই ধারণা করেছিলেন, দেড় মাস ধরে চলা আইপিএলের পারফরম্যান্স বিশ্বকাপ স্কোয়াড ঘোষণায় ভূমিকা রাখতে পারে।
বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে আইপিএলের পারফরম্যান্সকে আমলে নেওয়া হবে না বলেই নিশ্চিত করেছেন কোহলি, ‘বিশ্বকাপের দল নির্বাচনে আইপিএল কোন প্রভাব ফেলবে না। আইপিএল শুরু হওয়ার আগেই আসলে আমাদের স্কোয়াড মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তাই আইপিএলে কে কী করল, সেটা আসলে দেখার বিষয় না।’
আইপিএলে ভালো করলে যেমন লাভ নেই, খারাপ করলেও খুব একটা সমস্যা হবে না, জানালেন কোহলি, ‘আইপিএলে যদি দুই একজন ক্রিকেটার খারাপও করেন, সেটাও আসলে বিশ্বকাপের স্কোয়াডে প্রভাব ফেলবে না। আইপিএলের পর আমাদের আর কোন আন্তর্জাতিক সিরিজ নেই। যা সিদ্ধান্ত নেওয়ার নির্বাচকরা সেটা ২৩ মার্চের আগেই নেবেন। তাই আইপিএলের পারফরম্যান্স নিয়ে কারো দুশ্চিন্তা করা উচিত না।’
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাই তাই সবার জন্য শেষ সুযোগ।