• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    "আয়াক্স কোয়ার্টারে গেলে আফসোস করবেন রামোস"

    "আয়াক্স কোয়ার্টারে গেলে আফসোস করবেন রামোস"    

    আয়াক্সের বিপক্ষে শেষ মুহূর্তে ইচ্ছা করে হলুদ কার্ড দেখেই ফেঁসে গেছেন সার্জিও রামোস। দ্বিতীয় লেগে তো আগেই খেলতে পারতেন না, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেও নিষিদ্ধ হয়েছেন রিয়াল অধিনায়ক। আয়াক্স মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং বলছেন, রিয়াল যদি আয়াক্সের কাছে হেরে বাদ পড়ে, তাহলে আফসোসের সীমা থাকবে না রামোসের!

    প্রথম লেগে আয়াক্সের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল। অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে তাঁরা। প্রথম লেগে যখন রিয়ালের জয় নিশ্চিত, তখনই ৮৯ মিনিটে ইচ্ছা করে ক্যাসপার ডলবার্গকে ফাউল করেন রামোস। এবারের টুর্নামেন্টে তিনটি হলুদ কার্ড হওয়ায় বার্নাব্যুর দ্বিতীয় লেগে থাকছেন না রামোস। তবে ম্যাচের পর রামোস নিজেই স্বীকার করেছিলেন, কোয়ার্টারে খেলতে যেন সমস্যা না হয়, এজন্য ইচ্ছা করে কার্ড দেখেছিলেন।

    রামোসের অবশ্য শেষরক্ষা হয়নি। কোয়ার্টারের প্রথম লেগে তাকে নিষিদ্ধ করেছে ইউয়েফা। ডি ইয়ং মনে করেন, যদি রিয়ালকে হারিয়ে কোয়ার্টারে ওঠে আয়াক্স, তাহলে রামোস সেই ফাউলের জন্য আফসোস করবেন, ‘তিনি ইচ্ছা করে ফাউল করার কথা স্বীকার করেছিলেন। এটার জন্য তিনি কোয়ার্টারের প্রথম লেগেও খেলতে পারবেন না। আমার মনে হয়, যদি আমরা রিয়ালকে হারিয়ে কোয়ার্টারে উঠি, তাহলে হয়ত রামোস খুব আফসোস করবেন ওই হলুদ কার্ড দেখার জন্য।’

    কোয়ার্টারে যাওয়ার পথে অবশ্য রিয়ালকেই এগিয়ে রাখছেন ডি ইয়ং, ‘রিয়ালই দ্বিতীয় লেগে ফেবারিট। তাদের দুটি অ্যাওয়ে গোল আছে, ম্যাচটা বার্নাব্যুতে হবে। তবে আমরা এখনই হার মানতে রাজি নই। ভালো খেললে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আয়াক্সেরও আছে।’