• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আরও কঠিন হচ্ছে হ্যান্ডবলের নিয়ম

    আরও কঠিন হচ্ছে হ্যান্ডবলের নিয়ম    

    অনিচ্ছাকৃত হ্যান্ডবল করে এতদিন পার পেয়ে গেছেন ফুটবলাররা। আগামী মৌসুম থেকে সেটা আর হচ্ছে না। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সামনের মৌসুম থেকে আরো কঠিন হচ্ছে হ্যান্ডবলের নিয়ম। অনিচ্ছাকৃত হ্যান্ডবল থেকে যদি গোল হয়, তাহলে সেটা বাতিল করে দেবেন রেফারি।

     

     

    ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বাতিল করা হয়েছিল বার্সেলোনার নেইমারের একটি গোল। জুভেন্টাসের বিপক্ষে বক্সের ভেতর নেইমারের হেড জালে প্রবেশের আগে তার হাতে লাগলে রেফারি সেটা বাতিল করেন। তখন বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমার ইচ্ছা করে হ্যান্ডবল করেননি, জুভেন্টাস দাবি করেছিল উল্টোটা। নেইমারের গোল বাতিল হলেও অনিচ্ছাকৃত হ্যান্ডবলে গোলও হয়েছে অনেক।

    ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত, গোলের আগে হ্যান্ডবল হলেই সেটা বাতিল করা হবে। শুধু তাই নয়, গোলের কোন সুযোগ তৈরি সময়েও যদি বল অনিচ্ছাকৃতভাবে কারো হাতে লাগে, তাহলে রেফারি খেলা থামিয়ে প্রতিপক্ষকে ফ্রি কিক দেবেন।

    আগামী মৌসুম থেকেই নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, জানালেন সংস্থাটির পরিচালক ডেভিড এলেরে,  ‘হ্যান্ডবলের নতুন নিয়ম আগামী মৌসুম থেকে চালু হবে। সব ম্যাচেই এটা প্রযোজ্য হবে। গোল কিংবা গোলের সুযোগ, যে অবস্থাতেই হ্যান্ডবল হোক, রেফারি খেলা থামিয়ে দেবেন। আর গোল হলে সেটা বাতিল হবে।’

    হ্যান্ডবলের পাশাপাশি আরেকটি নতুন নিয়ম করা হয়েছে। ফুটবলাররা মাঠ ছাড়ার সময় ডাগআউটের পাশের সাইডলাইনের দিকেই আসেন। সেখানে দাড়িয়ে থাকেন চতুর্থ রেফারি ও বদলি হিসেবে মাঠে নামর অপেক্ষায় থাকা ফুটবলার। এতে কিছুটা হলে সময় নষ্ট হয়। আগামী মৌসুম থেকে মাঠের যে প্রান্তে থাকবেন বদলি হওয়া ফুটবলার, তাকে সেই প্রান্ত দিয়েই মাঠ ছাড়তে হবে। তার বদলে যিনি মাঠে প্রবেশ করবেন, শুধু তিনিই ঢুকবেন চতুর্থ রেফারির পাশ দিয়ে।