এবার বাতাসকেও দুষলেন ক্লপ
গত কয়েক সপ্তাহ ধরেই তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত তাদের কাছে লিগের শীর্ষস্থানটা খুইয়েই ফেলল লিভারপুল। এভারটনের সাথে গোলশূন্য ড্রয়ের পর লিভারপুল কোচ ইউর্গেন ক্লপ অবশ্য নিজের ফুটবলারদের না, দুষলেন এভারটনের মাঠকে! ক্লপের দাবি, গুডিসন পার্কের অতিরিক্ত বাতাসের কারণেই ভালো খেলতে পারেনি লিভারপুল।
শেষ চার ম্যাচের তিনটিতেই গোলশূন্য ড্র করেছে লিভারপুল, শেষ ছয় ম্যাচে সংখ্যাটা চার। মার্সিসাইড ডার্বিতে এর আগে ৩৩ বার গোলশূন্য ড্র হওয়ার রেকর্ড ছিল, এবারো ঘটল একই ঘটনা। এভারটনের বিপক্ষে অনেক চেষ্টার পরেও গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহ-মানেরা।
ক্লপ মানছেন, গুডিসন পার্কের আবহাওয়া লিভারপুলের অনুকূলে ছিল না, ‘ম্যাচটা অনেক দিক দিয়েই খুব কঠিন ছিল। প্রতিপক্ষের পাশাপাশি সেদিনের আবহাওয়াও আমাদের পক্ষে ছিল না। প্রচুর বাতাস ছিল, সেটা মাঠের সবদিক দিয়েই আসছিল। এরকম অবস্থায় ফুটবল খেলা কঠিন হয়ে দাড়ায়। বিশেষ করে বল যখন ওপরে থাকে, তখন সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। পুরো ম্যাচে তিন থেকে চারটি সুযোগ নষ্ট হয়েছে শুধুমাত্র বাতাসের কারণেই!’
৭ ডিসেম্বরের পর আবার দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ফিরেছে সিটিজেনরা। এতে অবশ্য খুব একটা দুশ্চিন্তায় নেই ক্লপ, ‘ মার্চের শুরুতে কে শীর্ষে থাকতে চায়! থাকলে ক্ষতি নেই, কিন্তু এখনো অনেক ম্যাচ বাকি। সিটির পেছনে থাকলেও খুব একটা চিন্তা করছি না। আর আমাদের প্রধান কাজ হবে সুযোগের সদ্ব্যবহার করা। আমি সিটির ম্যাচ দেখেছি, তাঁরা মনে হয় ৯০০ সুযোগ পেয়েছে পুরো ম্যাচে! কিন্তু গোল করেছে একটা! সব সুযোগের জন্য আসলে আমাদের প্রস্তুত থাকতে হবে।’
শেষ পর্যন্ত কি লিভারপুল সিটিকে টপকে শিরোপা জিততে পারবে?