• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    চোট-জর্জর ইউনাইটেডকে নিয়ে দুশ্চিন্তায় সোলশায়ার

    চোট-জর্জর ইউনাইটেডকে নিয়ে দুশ্চিন্তায় সোলশায়ার    

    প্রিমিয়ার লিগ জয়ের আশা শেষ অনেক আগেই। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগেও পিএসজির কাছে ২-০ গোলে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড ফুটবলারদের ইনজুরি ও নিষেধাজ্ঞা। পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগে নিয়মিত একাদশের দশজনকে পাচ্ছেন না ওলে গানার সোলশায়ার। ইউনাইটেড কোচ বলছেন, কোয়ার্টারে যেতে হলে ইনজুরি জর্জরিত দলকে পিএসজির মাঠে পর্বতসমান বাধা টপকাতে হবে।

    অ্যান্ডার হেরেরা, নেমানজা মাতিচ, হুয়ান মাতা, জেসে লিনগার্ড, অ্যান্থনি মার্শিয়াল, ফিল জোনস, মাতেও ডারমিয়ান, অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, মার্কাস র‍্যাশফোর্ড আগে থেকেই ইনজুরিতে ছিলেন। সাউদাম্পটনের বিপক্ষে ৫১ মিনিটে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যালেক্সিস সানচেজ। প্রথম লেগে লাল কার্ড দেখায় পিএসজির মাঠে খেলতে পারবেন না পল পগবাও।

    নিয়মিত একাদশের দশজনকে ছাড়া পিএসজির বিপক্ষে বেশ দুশ্চিন্তাতেই আছেন সোলশায়ার, ‘যারা ইনজুরিতে পড়েছে, তাদের মাঝে কেউই পিএসজির বিপক্ষে খেলবে না। আমরা মার্শিয়ালকে নিয়েও ঝুঁকি নিতে চাই না। সে কিছুটা সুস্থ থাকলেও অনেকদিন ধরেই অনুশীলন করেনি। এতজন ফুটবলার ছাড়া এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলা আসলেই একটু কঠিন কাজ।’

    প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ শুরু করায় কাজটা কঠিন হবে বলেই মানছেন সোলশায়ার, ‘আমরা দুই গোলে পিছিয়ে আছি। তবুও দলের সবাই বেশ আত্মবিশ্বাসী। আমরা জানি ম্যাচটা অনেক কঠিন হবে। এর ওপর আমাদের এতো ইনজুরি, অনেকে তো সেই ম্যাচে মাঠেই নামতে পারবে না। তাও আমাদের আশা হারালে চলবে না। পর্বতসমান বাধা টপকাতে হবে।’

    ইনজুরিতে জর্জরিত ইউনাইটেড শেষ পর্যন্ত পিএসজি বাধা পেরোতে পারে কিনা, সেটা জানা যাবে আগামী পরশু রাতেই।