লিভারপুলই লিগ শিরোপা জিতবে: পেলে
‘লিভারপুল এবার লিগ শিরোপা জিতবে’। কারো মুখে এমন কথা শুনে তো লিভারপুল সমর্থকদের খুশিই হওয়ার কথা। কথাটা যদি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মুখ থেকে আসে, তাহলে সেটা তো আরও বড় ব্যাপার! কিন্তু পেলের এমন কথায় খুশি হওয়ার বদলে যে একটু ‘ভয়ের’ মাঝেই পড়ে গেলেন লিভারপুল ভক্তরা। পেলে তাঁর জীবনে যত ভবিষ্যৎবাণী করেছেন, তার প্রায় সবকয়টিই যে ভুল প্রমাণিত হয়েছে!
লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিসের জন্মদিন উপলক্ষে দেওয়া এক টুইটে পেলে লিখেছেন, ‘লিভারপুলের নায়ক কেনি ডালগ্লিসকে জন্মদিনের শুভেচ্ছা। এই মৌসুমের শুরু থেকেই আমি লিভারপুলের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। এখনো আমি বিশ্বাস করি তাঁরাই শিরোপা জিতবে।’
পেলের এমন ভবিষ্যৎবাণীতে একটু শঙ্কিতই হতে পারেন লিভারপুল সমর্থকরা। কারণ পেলে যা বলেন, সেটার উল্টোটাই হয়! ২০০০ সালে তিনি বলেছিলেন, পরের বিশ্বকাপেই আফ্রিকান দল শিরোপা জিতবে। ১৯ বছর পার হলেও সেরকম কিছু হয়নি। ২০০২ সালে তিনি বলেছিলেন, ব্রাজিল ওই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে, অথচ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা! সেই বিশ্বকাপের সময় পেলে আরও বলেছিলেন, চীন দ্বিতীয় রাউন্ডে খেলবে। সেবার গ্রুপ পর্বে কোন গোলই করতে পারেনি তাঁরা!
শুধু জাতীয় দল নয়, পেলের ভবিষৎবাণী ভুল প্রমাণিত হয়েছে ফুটবলারদের ক্ষেত্রেও। ১৯৯১ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের পর ঘানার নিল ল্যাম্পটিকে ‘নতুন পেলে’ আখ্যায়িত করেছিলেন তিনি। ক্লাব কিংবা জাতীয় দল, কোথাও সাফল্য পাননি ল্যাম্পটি। ইংলিশ মিডফিল্ডার নিক বার্মবিকে জিনেদিন জিদান ও পাওলো মালদিনির সাথে তুলনা করেছিলেন পেলে। বার্মবি ইংল্যান্ডের হয়ে খেলেছেন মাত্র ২৩ ম্যাচ।