• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ দল

    কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ দল    

    কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল দেশ ছাড়ছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার কম্বোডিয়ার ফেনম ফেনে মুখোমুখি হবে দুইদল। বাংলাদেশ কোচ জেমি ডে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছেন আগেই। তাতে জায়গা হয়নি বাংলাদেশের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম ও সোহেল রানার। 

    বাংলাদেশ স্কোয়াড


    গোলরক্ষক
    শহিদুল আলম, আনিসুর রহমান, আশরাফুল ইসলাম রানা 
    ডিফেন্ডার 
    তপু বর্মণ, টুটুল হোসেন, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, মাঞ্জুর রহমান 
    মিডফিল্ডার 
    আতিকুর রহমান ফাহাদ, মাশুক মিয়া জনি, ইমন মাহমুদ, সোহেল রানা, বিপলু আহমেদ, জামাল ভুঁইয়া, রবিউল হাসান 

     

     

    ফরোয়ার্ড 
    রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম  
     
    দেশের ফুটবলে এই মাসটা বেশ ব্যস্তই যাবে। অনূর্ধ্ব-২৩ দলের ৮ দিনব্যাপী কাতার ক্যাম্প শুরু হচ্ছে। এরপর বাহরাইনে চার দল নিয়ে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২৩ দলের বাছাইপর্ব।