ওমান-কুয়েতেও হবে ২০২২ বিশ্বকাপ?
২০২৬ বিশ্বকাপে ৪৮ দল থাকছে, সেটা মোটামুটি নিশ্চিতই বলা চলে। তবে ফিফার পক্ষ থেকে বেশ কয়েকবারই আভাস দেওয়া হয়েছে, হয়ত ২০২২ সালে কাতারেই দেখা যেতে পারে ৪৮ দলের বিশ্বকাপ। তবে দলের সংখ্যা যদি সত্যিই বাড়ে, তাহলে কাতারের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারে ওমান ও কুয়েতও।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো গত এক বছরে বহুবার বলেছেন, বিশ্বকাপে ৩২ দলের সংখ্যাটা বাড়াতে চান। সেটা ২০২২ বিশ্বকাপেও হতে পারে। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া কাতার বাড়তি দলের চাপ সামলাতে পারবে কিনা, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এজন্যই ফিফা চাইছে, কাতারের আশেপাশের দেশে কিছু ম্যাচ সরিয়ে নিতে। এতে অবশ্য বাধ সাধছে সাম্প্রতিক সময়ে চলা কাতার ও কয়েকটি আরব দেশের দ্বন্দ্ব। সৌদি আরব কিংবা আরব আমিরাত, কেউই কাতারের সাথে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনে রাজি না। ওমান ও কুয়েতের সাথে কাতারের সম্পর্ক ভালো থাকায় তারা বড় ভূমিকা রাখতে পারে বলেই বিশ্বাস ফিফার।
ইনফান্তিনো এজন্য কুয়েত ও ওমানে বিশেষ সফরও করেছেন। আগামী এপ্রিলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের দায়িত্ব নিতে যাওয়া খালফান আল রোমাতিথির মতে, ৪৮ দলের বিশ্বকাপ হলে ওমান ও কুয়েত কাতারকে সাহায্য করতে পারে, ‘ যদি কাতার অন্য কোন দেশের সাথে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে চায়, কুয়েত ও ওমান এতে বড় ভূমিকা রাখতে পারে। তাদের বেশ কিছু বড় স্টেডিয়াম আছে। আর বিশ্বকাপের আগে যদি আরব দেশগুলোর সাথে কাতারের সংকট কেটে যায়, তাহলে তো সৌদি আরব অথবা আরব আমিরাতই তাদের সাথে বিশ্বকাপ আয়োজন করতে পারবে।’
শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপে কয় দল খেলে, কুয়েত ও ওমানও আয়োজক হিসেবে থাকা কিনা, সেটা নির্ভর করছে ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই।