• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ফিরলেন 'আর্জেন্টিনার' মেসি

    ফিরলেন 'আর্জেন্টিনার' মেসি    

    সবরকম সংশয় দূর করে অবশেষে আরও একবার আর্জেন্টিনার জার্সিতে ফিরছেন লিওনেল মেসি। চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। কোচ লিওনেল স্কালোনির ঘোষণা করা ২৩ সদস্যের দলে আছেন অধিয়ানক মেসি। 

     

     

    আর্জেন্টিনার প্রীতি ম্যাচ দুইটি হলেও, মেসি খেলবেন একটিতে। মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে খেলার কথা তাঁর। মরক্কোর সঙ্গে ম্যাচটিতে থাকছেন না তিনি। 


    ২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন মেসি। তবে অবসরের কথা কখনোই জানাননি তখন। মেসির ফেরাটা তাই প্রায় নিশ্চিতই ছিল।  এ বছরের শুরুর দিকে কোপা আমেরিকার ড্রয়ের পর লিওনেল স্কালোনিও আভাস দিয়ে রেখেছিলেন, মার্চেই মেসির ফেরার ব্যাপারে। 

    মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে ফিরেছেন অ্যানহেল ডি মারিয়াও। পিএসজি মিডফিল্ডারও বিশ্বকাপের পর আর গায়ে চড়াননি আর্জেন্টিনার জার্সি। তবে সার্জিও আগুয়েরোকে এবারও বিবচেনা করেননি স্কালোনি। আর ইন্টার মিলান স্ট্রাইকার মাউরো ইকার্দিও আরেকবার বাদ পড়েছেন আর্জেন্টিনার দল থেকে। দলে নেই অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরোও। 

    চলতি বছর জুনে ব্রাজিলে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। মেসির এই ফেরা মূলত কোপা আমেরিকার প্রস্তুতিকে কেন্দ্র করেই।     

     

    গোলরক্ষক
    আগুস্তিন মারকেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসসো (উদিনেসে), এস্তেবান আণ্ডারা (বোকা জুনিয়র্স)
    ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)

    ডিফেন্ডার 
    জার্মান পেজ্জেলে (ফিওরেন্টিনা), গ্যাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহাম), নিকোলাস অটামেন্ডি (ম্যান সিটি), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মন্তিয়েল (রিভার), লিসান্দ্রো মার্টিনেজ (জাস্টিকা) 

    মিডফিল্ডার 
    লিয়ান্দ্রো পারাদেস, অ্যানহেল ডি মারিয়া  (পিএসজি), গুইদো  রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (বেটিস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্টহ্যাম),  রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), মাতিয়াস জারাকও (রেসিং), ইভান মারকোনে (বোকা), ডমিনিগো ব্লাংকো (জাস্টিকা)। রদ্রিগো পল (উদিসেনে) 

    ফরোয়ার্ড 
    লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাউলো দিবালা (জুভেন্টাস), অ্যানহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), দারিও বেনেদেত্তো (বোকা), মাতিয়াস সুয়ারেজ (রিভার)