'ঘরে' ফিরলেন রানিয়েরি
এই শহরের আলো বাতাসেই বড় হয়েছেন। কোচ হিসেবে খ্যাতি অর্জন করলেও ফুটবলের সাথে ক্লদিও রানিয়েরির সখ্যতা শুরু হয়েছিল রোমাতেই। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত রোমার কোচও ছিলেন তিনি। এরপর চষে বেড়িয়েছেন ইংল্যান্ড, ফ্রান্সের লিগগুলো। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে বিদায় নেওয়ায় কোচ ইউসেবিও ডি ফ্রান্সেস্কোকে বরখাস্ত করেছিল রোমা। ফুলহ্যামের চাকরিটা রানিয়েরিও হারিয়েছিলেন কয়েকদিন। দুইয়ে দুইয়ে মিলল চার। ৮ বছর পর নিজ শহর রোমেই ফিরলেন রানিয়েরি, 'জিয়ালোরসি'দের কোচ হিসেবে।
রোমায় ফিরলেও রানিয়েরিকে অবশ্য পাকাপাকিভাবে কোচের দায়িত্বটা এখনই দিয়ে দিচ্ছে না রোমা। আপাতত বাকি মৌসুমটুকু রোমার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই থাকছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার ইউসেবিওকে বরখাস্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল রোমা। এরপর থেকেই শোনা যাচ্ছিল রানিয়েরির নাম। ২৪ ঘন্টা না পেরুতেই সেই গুঞ্জনই সত্যি হলো।
আনুষ্ঠানিক বিবৃতিতে রোমা প্রেসিডেন্ট জিম পালোত্তা জানিয়েছেন, 'ক্লদিওকে কোচ হিসেবে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ খুশি। এই মৌসুমে আমাদের লক্ষ্য শীর্ষ চারে থেকে আগামী বছর চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ করা। মৌসুমের শেষদিকে এসে আমাদের এমন একজনক দরকার ছিল, যে এই শহর এবং সমর্থকদের খুব ভালমতো চেনে। যে ফুটবলারদের কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে গণ্য হবে, তাদের অনুপ্রাণিত করতে পারে। ইতালিয়ান ভাষাভাষী কাউকেই খুঁজছিলাম আমরা। ক্লদিও সব দিক দিয়েই সেরা সিদ্ধান্ত আমাদের জন্য।'
'ঘর'-এ ফিরতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রানিয়েরি নিজেও, 'রোমে ফিরতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একজন রোমান হিসেবে রোমার ডাক অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব ছিল। এই শহর আমার, আমাদের। আশা করি আমাদের যে লক্ষ্য (আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা), তা পূরণ করতে পারব।'
রানিয়েরিকে ফেরাতে পেরে খুশি রোমার ডিরেক্টর এবং কিংবদন্তী ফ্রান্সেসকো টট্টিও, 'ক্লদিও আমাদেরই একজন। আমাদের মত সেও একজন রোমান। ইউরোপের সবচেয়ে অভিজ্ঞ কোচদের একজন সে। এমন কাউকে কোচ হিসেবে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। লিগে আরও ১২ ম্যাচ বাকি আছে আমাদের। শীর্ষ চারে জায়গা করে নিতে আমাদের যত সম্ভব ম্যাচ জিততে হবে। আশা করি ক্লদিওর হাত ধরে সেই লক্ষ্য পূরণ করতে পারব আমরা।'