• সিরি আ
  • " />

     

    রোনালদোর অভাবটা বুঝতে দিলেন না কিন

    রোনালদোর অভাবটা বুঝতে দিলেন না কিন    

    দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে ছিল তাঁরা। এজন্যই হয়ত চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বাঁচা মরার ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছে জুভেন্টাস। রোনালদোর অভাবটা অবশ্য একদমই বুঝতে দেননি তরুণ ফরোয়ার্ড ময়েস কিন। কিনের জোড়া গোলেই উদিনেসেকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের লিড দাঁড়াল ১৯ পয়েন্টের!

    রোনালদোর মতো একাদশে ছিলেন না পাউলো দিবালাও। তাতে অবশ্য অসুবিধা হয়নি কোনো। ঘরের মাঠে জুভেন্টাস শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল। ৮ মিনিটে ফার্নান্দো বার্নাদেস্কির শট ঠেকিয়ে দেন উদিনেসে কিপার মুসো। ১১ মিনিটে অবশ্য কিনকে আটকাতে পারেননি তিনি। বক্সের ভেতরে আসা বলে আলতোভাবে পা লাগিয়ে মৌসুমে নিজের প্রথম গোল করেন কিন। ১৭ মিনিটে ড্যানিয়েল রুগানির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৪ মিনিটে পোস্ট ঘেঁষে চলে যায় অ্যালেক্স সান্দ্রোর হেডও।

     

     

    ৩৯ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন কিন। বক্সের ভেতর দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে জড়ান। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল পান এমেরে চান। বক্সের ভেতর নিকোলাস ওপুকু কিনকে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। ডান পায়ের শটে পেনাল্টি থেকে অনায়াসেই গোল করেন চান।

    চার মিনিট পর উদিনেসের জালে চতুর্থবারের মতো বল জড়ায় তুরিনের ওল্ড লেডিরা। রদ্রিগো বেন্টাকুরের ক্রসে লাফিয়ে উঠে করা হেডে গোল করেন মাতুইদি। ৭৯ মিনিটে পাউলো দিবালার শট মুসো বাঁচিয়ে না দিলে ব্যবধানটা আরো বাড়ত।

    ৮৪ মিনিটে উদিনেসের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন কেভিন লাসাগনা। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জুভেন্টাস। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৫। এক ম্যাচ কম খেলে নাপোলির পয়েন্ট ৫৬।