"নিষিদ্ধ হওয়ার আগে দু'বার ভাববেন রামোস"
সান্তিয়াগো বার্নাব্যুতে আয়াক্সের রূপকথার এক সপ্তাহও পার হয়নি এখনও। নিজেদের মাঠেই রিয়ালের এমন ভরাডুবির কারণ ছিল অনেক। তবে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখে নিষিদ্ধ হওয়া অধিনায়ক সার্জিও রামোসের অনুপস্থিতিকেই মূল কারণ হিসেবে দেখছেন অনেকে। রিয়াল বিদায় নেওয়ায় হিতে বিপরীতই হয়েছে রামোসের ওই সিদ্ধান্ত। দ্বিতীয় লেগের আগে ফ্রাঙ্কি ডি ইয়ং একবার ইঙ্গিত দিয়েছিলেন। রিয়ালকে বিদায় করে রামোসকে এবার খোঁচাও দিয়েছেন আয়াক্স গোলরক্ষক আন্দ্রে ওনানাও। ক্যামেরুন গোলরক্ষক বলেছেন, এরপর থেকে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার আগে অন্তত দু’বার অবশ্যই ভাববেন রামোস।
শেষ ষোলর প্রথম লেগে আয়াক্সের মাঠ ইয়োহান ক্রুইফের স্টেডিয়ামে ৮৭ মিনিটে মার্কো আসেন্সিওর গোলে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষের মাঠে দুই ‘অ্যাওয়ে’ গোল, দ্বিতীয় লেগ নিজেদের মাঠে, আবার প্রতিপক্ষ আয়াক্স। সব মিলিয়ে রামোস চেয়েছিলেন, বহিষ্কারাদেশের গেরোটা এই রাউন্ডে কাটিয়ে ফেলতে। সেজন্য বদলি খেলোয়াড় ক্যাসপার ডলবার্গকে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন রামোস। কিন্তু আয়াক্সের দুর্দান্ত প্রত্যাবর্তনে লাভ হয়নি স্প্যানিশ অধিনায়কের। মহাকাব্যিক প্রত্যাবর্তনের পর খোশ মেজাজে থাকা ওনানাও ছাড়েননি রামোসকে।
সংবাদ সম্মেলনে বার্নাব্যুতে অবিস্মরণীয় এক ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ওনানা, ‘আমরা কখনোই ভাবিনি এতটা ভাল খেলতে পারব। তবে নিজেদের ওপর বিশ্বাস ঠিকই ছিল। আমস্টারডামে সুযোগগুলো কাজে লাগাতে পারলে ঐ ম্যাচটাও হয়ত জিততে পারতাম আমরা। বার্নাব্যুতে আমাদের লক্ষ্য ছিল একটাই, সুযোগ গুলো কাজে লাগানো। সে কাজটাই ফরোয়ার্ডরা দুর্দান্তভাবে করেছে।’ রামোসের ব্যাপারে জিজ্ঞেস করতেই কিছুটা ব্যঙ্গ করতে ভুললেন না ওনানা, ‘সে (রামোস) ভেবেছিল, বার্নাব্যুতে আমরা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারব না। তার এই চিন্তাই আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আশা করি এরপর থেকে ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ হওয়ার আগে সে অন্তত দু’বার ভাববে।’