• বুন্দেসলিগা
  • " />

     

    ছয় মাস পর শীর্ষে ফিরল বায়ার্ন

    ছয় মাস পর শীর্ষে ফিরল বায়ার্ন    

    গত সপ্তাহেই বরুশিয়া ডর্টমুন্ডকে ধরে ফেলে বুন্দেসলিগা জমিয়ে তুলেছিল তাঁরা। ডর্টমুন্ডের সাথে বায়ার্ন মিউনিখের ব্যবধানটা ছিল শুধু গোলের। গতকাল নিজেদের ম্যাচে দুই দলই জিতেছে। তবে ভলফসবুর্গকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গোল ব্যবধানে ডর্টমুন্ডকে পেছনে ফেলে সেপ্টেম্বরের পর এই প্রথমবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো বায়ার্ন।

    ঘরের মাঠে বায়ার্নের কাছে পাত্তাই পায়নি ভলফসবুর্গ। ৪ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন সার্জি গ্যাব্রি। ১০ মিনিটে টমাস মুলারের শট পোস্ট ঘেঁষে চলে যায়। ২৯ মিনিটে রবার্ট লেভানডফস্কির শট ঠেকিয়ে দেন ভলফসবুর্গ কিপার ক্যাসেল। ৩৪ মিনিটে গ্যাব্রির শট আর ঠেকাতে পারেননি তিনি। কর্নার থেকে পাওয়া বলে গ্যাব্রির ডান পায়ের শট অনায়াসেই জালে জড়ায়। তিন মিনিট পর গ্যাব্রির বাড়ানো বলেই ব্যবধান দ্বিগুণ করেন লেভানডফস্কি।

    দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ান বায়ার্ন ফরোয়ার্ডরা। ৫২ মিনিটে তৃতীয় গোল আসে হামেস রদ্রিগেজের পা থেকে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শট পরাস্ত করে ক্যাসেলকে। চার মিনিট পর এক গোল শোধ করতে পারত ভলফসবুর্গ, ম্যাক্সিমিলিয়ান আর্নল্ডের শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল ন্যয়ার। ৬৭ মিনিটে গোল পেতে পারতেন মুলার, তাকে আবার হতাশ করেন ক্যাসেল।

    ৭৬ মিনিটে আর ভুল করেননি মুলার, ফ্র্যাঙ্ক রিবেরির পাসে বল পেয়েছিলেন। বাঁ পায়ের শটে ক্যাসেলকে বোকা বানান। ৮২ মিনিটে ভলফসবুর্গের জালে পঞ্চমবারের মতো বল জড়ান জসুয়া কিমিচ।

    ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডফস্কি। বুন্দেসলিগায় এখন তাঁর গোলসংখ্যা ১৯৭, বিদেশি ফুটবলার হিসেবে জার্মান লিগে তিনিই সর্বোচ্চ গোলদাতা। লেভানডফস্কি ভেঙেছেন সাবেক বায়ার্ন স্ট্রাইকার ক্লদিও পিজারোর রেকর্ড, তাঁর গোল ১৯৫টি।

     

     

    শেষ পর্যন্ত ৬-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। অন্য ম্যাচে স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। ২৫ ম্যাচে বায়ার্ন ও ডর্টমুন্ড দুই দলের পয়েন্টই ৫৭। গোল ব্যবধানে ডর্টমুন্ডের চেয়ে দুই গোলে এগিয়ে থেকে শীর্ষে ফিরল বায়ার্ন।