• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বাবার 'আদেশে' অবসরের আগে বিয়ে করবেন না সন

    বাবার 'আদেশে' অবসরের আগে বিয়ে করবেন না সন    

    মাঠে, রেস্তোরায় কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে; ফুটবলারদের সাথে তাদের স্ত্রীদের দেখা যায় হরহামেশাই। মাঠের জীবনের বাইরে পারিবারিক জীবনটাও সমানতালে চালিয়ে যাচ্ছেন বেশিরভাগ ফুটবলারই। তবে টটেনহামের হিউ মিন সন একটু আলাদা। এখনো তো বিয়ে করেননি, ক্যারিয়ার শেষ হওয়ার আগে নাকি বিয়ের পিড়িতেও বসবেন না!

    কিন্তু কেন সনের এমন সিদ্ধান্ত? আসলে এর পেছনে আছে সনের বাবা সন ইয়ং জনের ‘আদেশ’। বাবার কথা রাখতেই এখনই বিয়ের পিড়িতে বসছেন না সন, ‘আমার বাবা আমাকে বলেছেন, এখনই যেন আমি বিয়ে না করি। বিয়ে করলে আমার পরিবার হবে, স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বও থাকবে। যতদিন আমি ফুটবল খেলবো, খেলাতেই আমার সব মনোযোগ থাকা উচিত। আপনি কতদিন সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবেন, এটা কেউই জানে না। তাই বাবার কথা মেনে নিয়ে বিয়ে থেকে আপাতত দূরেই থাকছি।’

    তাহলে কবে বিয়ে করবেন সন? সন জানালেন, বুটজোড়া তুলে রাখার পরেই বিয়ের কথা ভাববেন, ‘৩৩-৩৪ বয়সেও যদি আমি অবসরে যাই, এরপর অনেক সময় বাকি থাকবে বিয়ে করার। এর কয়েক বছর পর করলেও সমস্যা নেই। পরিবারের সাথে জীবনের লম্বা একটা সময় পার করতে পারব অনায়াসেই।’

     

     

    আগামী জুলাইয়ে ২৭ বছরে পা রাখতে যাওয়া সন তাঁর ক্যারিয়ারে বাবার অবদানের কথা স্মরণ করেন, ‘বাবা সবসময়ই আমার পাশে ছিলেন। আজ আমি যে অবস্থানে আছি, সেটা তাকে ছাড়া সম্ভব হতো না। শৈশব থেকে তিনিই আমার কোচ। যদিও তিনি বেশ কড়া ছিলেন, তাকে একটু ভয়ও পেতাম!’

    অবসরের পরেই বিয়ে করবেন সন। দীর্ঘ ক্যারিয়ারের কারণে বিয়েটা যেন দেরি করে হয়, এটাই নিশ্চয়ই চাইবেন সন ও তাঁর বাবা!