• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রাবোনা মেরে হলুদ কার্ড দেখলেন বোকা ফুটবলার

    রাবোনা মেরে হলুদ কার্ড দেখলেন বোকা ফুটবলার    

    আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপে বোকা জুনিয়র্স আর সান লরেঞ্জোর ম্যাচ ছিল লা বোম্বোনেরায়। অদ্ভুত কান্ডটা হয়েছে ওই ম্যাচেই। ৩-০ গোলে এগিয়ে ছিল বোকা, ম্যাচও প্রায় শেষদিকে। তখনই বোকার রাইটব্যাক হুলিও বুফারিনি ডিবক্সের বাইরে থেকে রাবোনা (এক পা সামনে রেখে যে পা দিয়ে বল শট করা হয় সেটা পেছন দিক থেকে ঘুরিয়ে মারা শট) মারেন। 

    ম্যাচের ভাগ্য যখন নির্ধারণ হয়ে গেছে তখন এ ধরনের শটকে সান লরেঞ্জোর খেলোয়াড়েরা ভালোভাবে নেননি। বুফারিনি ওই শট করার কিছুক্ষণ পরই বাইলাইনের কাছে তাকে ঘিরে ধরেন সান লরেঞ্জো ফুবটলাররা। একটা সময় মাটিতেই পড়ে যান বুফারিনি। দুইদলের খেলোয়াড়েরাও তাতে জড়িয়ে পড়ে বিবাদে। 




    বিবাদ থামার পর মাটি থেকে ওঠা বুফারিনিকে হলুদ কার্ড দেখান রেফারি। লাতিন আমেরিকার ফুটবলে তো বটেই, বিশ্বের অনেক জায়গাতেই অপ্রয়োজনীয় শৌখিন শট খুব একটা ভালো চোখে দেনেন না ডিফেন্ডাররা। তার ওপর বুফারিনি নিজেও সান লরেঞ্জোতে খেলেছেন চার বছর। সবমিলিয়ে এক রাবোনা মেরেই ম্যাচটা 'যুদ্ধে' পরিণত করে ফেলেছেন আরেকটু হলে।

    ম্যাচ শেষে ক্ষমাও চেয়েছেন আর্জেন্টাইন ফুটবলার, "আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। সান লরেঞ্জো খেলোয়াড় ও সমর্থকদের কাছে আমি হাজারবার ক্ষমা চাই। ওই মুহুর্তটা রাবোনার জন্য ছিল না, সেটা আমি পরে বুঝেছি।"