• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    হ্যাজার্ডের গোলে উলভসের হাত থেকে বাঁচল চেলসি

    হ্যাজার্ডের গোলে উলভসের হাত থেকে বাঁচল চেলসি    

    এডেন হ্যাজার্ডের ইনজুরি সময়ের গোলে স্ট্যামফোর্ড ব্রিজে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হার এড়িয়েছে চেলসি। পুরো ম্যাচে চেলসিকে বাক্সবন্দী করে রেখেছিল উলভস। কিন্তু শেষ পর্যন্ত আর শিকারে পরিণত করতে পারেনি হ্যাজার্ডকে। ৯২ মিনিটে ১৮ গজ দূর থেকে বাঁকানো গ্রাউন্ড শটে দুর্দান্ত এক গোল করে উলভসকে আর জিততে দেননি বেলজিয়ান ফরোয়ার্ড। 

    স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধটা গেছে ম্যাড়মেড়ে। চেলসি মাত্র একবারই গোলে শট করতে পেরেছিল। গঞ্জালো হিগুয়াইন কঠিন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করেছিলেন, কিন্তু রুই প্যাট্রিসিও সহজ সেভ করে আর দলের বিপদ বাড়তে দেননি।   



    দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে প্রথমবারের মতো চেলসির গোলে শট নেয় উলভস। তাতেই গোল পেয়ে যায় তারা। দারুণ এক কাউন্টার অ্যাটাক থেকে রাউল হিমেনেজ কেপার সঙ্গে ওয়ান অন ওয়ানে অবস্থা থেকে গোল করে উলভসকে এগিয়ে দেন। পুরো ম্যাচে উলভস আর মাত্র একবারই গোলে শট নিতে পেরেছিল। 

     

     

    আক্রমণে যেমনই হোক, উলভস রক্ষণ ছিল গোছালো। চেলসিকে তেমন কোনো সুযোগই তৈরি করতে দিচ্ছিল না তারা। বল পজেশনে ঢের এগিয়ে থেকেও চেলসি উলভসের ডিবক্সের ভেতরই ঢোকার সুযোগ পায়নি তেমন একটা দ্বিতীয়ার্ধে। তবে গোল হজমের পর কিছুটা হুশ ফিরেছিল চেলসির আক্রমণে। তবে পেদ্রোর শট সহজেই ঠেকিয়ে দেন রুই প্যাট্রিসিও, পরে হিগুয়াইনও একটি হাফ চান্স আর গোলে পরিণত করতে পারেননি। সবকিছু ঠিকঠাক করে উলভস যখন ঐতিহাসিক আর জয়ের ক্ষণ গুনছিল তখনই বিপত্তিটা বাঁধিয়ে বসেন হ্যাজার্ড। মৌসুমের ১৭ তম গোলে ঘরের মাঠে দলকে হারের হাত থেকে বাঁচান তিনি।  

    ২৯ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান পয়েন্ট তালিকার ৬ এ।