• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুল আর একটি ম্যাচেও হারবে না: কোম্পানি

    লিভারপুল আর একটি ম্যাচেও হারবে না: কোম্পানি    

    দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র এক, লিগের বাকি আর আট ম্যাচ। ম্যানচেস্টার সিটি-লিভারপুলের শিরোপা লড়াইটা যেতে পারে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্তও। সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলছেন, লিভারপুল তাদের বাকি সব ম্যাচই জিতবে। সিটিকে শিরোপা ধরে রাখতে হলে তাই একটুও পা হড়কানো যাবে না।

    ডিসেম্বরে লিভারপুলের কাছে লিগে শীর্ষস্থান হারিয়েছিল সিটি। এরপর প্রায় দুই মাস ধরে শীর্ষে ছিল ক্লপের দল। বেশ কয়েকটি ম্যাচে লিভারপুলের পয়েন্ট হারানোর সুযোগে ফেব্রুয়ারির শেষভাগে আবার শীর্ষে ফেরে পেপ গার্দিওলার সিটি। শীর্ষে থাকলেও অবশ্য খুব একটা স্বস্তিতে নেই সিটিজেনরা, এক পয়েন্ট পেছনে থাকা লিভারপুল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এক ম্যাচে পয়েন্ট হারালেই আবার দ্বিতীয় স্থানে নেমে যেতে হতে পারে তাদের।

    কোম্পানির বিশ্বাস, লিভারপুল লিগের বাকি সময়ে আর একটি পয়েন্টও হারাবে না, ‘এখন আমরা যে অবস্থায় আছি, সেটা নিয়ে সবাই সন্তুষ্ট। কিন্তু আমরা এটাও জানি, লিভারপুল তাদের বাকি আট ম্যাচের একটিতেও হারবে না। আমাদের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এখনো বেশ কয়েকটা বড় ম্যাচ বাকি আছে আমাদের। আমাদের খুব ঠাণ্ডা মাথায় এগোতে হবে। একটুও পা হড়কানোর সুযোগ নেই।’

     

     

    এই মৌসুমে ৩০ ম্যাচে সিটি জিতেছে ২৪টি, লিভারপুল ২২ টি।