• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কোচিং থেকে অবসর নিলেন ফন গাল

    কোচিং থেকে অবসর নিলেন ফন গাল    

    তিন বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট থেকে বিদায় নিয়েছিলেন। লুই ফন গাল এরপর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি। এবার আনুষ্ঠানিকভাবে কোচিং থেকে অবসর ঘোষণা করলেন ৬৭ বছর বয়সী এই ডাচ কোচ।

    এক বিবৃতিতে জানিয়েছেন, স্ত্রীকে বেশি সময় দেওয়ার জন্যই ফুটবল ছাড়ছেন, ‘আমি চাকুরিজীবন শেষ করছি। ২২ বছর আগে আমার সঙ্গে থাকার জন্য আমার স্ত্রী চাকুরি ছেড়েছিল। ওকে বলেছিলাম ৫৫ বছর পর আমি পেনশনে যাব। এখন আমি আর চালিয়ে যেতে পারছি না। খেলোয়াড়দের মতো স্ত্রীরও সব সময় আমার পাশে থাকার অধিকার আছে। আমি বলতে পারি সে এখন অনেক খুশি।’

     

     

    আয়াক্স, বার্সেলোনা, আলকমার, বায়ার্ন, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে হল্যান্ড জাতীয় দলেরও কোচ ছিলেন ফন গাল। আয়াক্সের হয়ে ডাচ লিগের সঙ্গে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ , উয়েফা কাপ সহ সম্ভাব্য সব শিরোপা। আলকমারের হয়েও জিতেছেন ডাচ লিগ, বায়ার্নের হয়ে জিতেছেন বুন্দেসলিগা, ইউনাইটেডের হয়ে জিতেছেন এফএ কাপ। ২০১৪ বিশ্বকাপ হল্যান্ডকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে।