• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগে: জুভেন্টাসকে উদ্ধার করতে পারবেন রোনালদো?

    কিক অফের আগে: জুভেন্টাসকে উদ্ধার করতে পারবেন রোনালদো?    

    প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরে কোয়ার্টারে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে তাদের। আজ নিজেদের মাঠে জয় তো বটেই, জুভেন্টাসের চিন্তায় থাকবে অ্যাটলেটিকোর অ্যাওয়ে গোল ঠেকানোও। অন্যদিকে ড্র করলেই পরের রাউন্ডে উঠে যাবেন আতোইন গ্রিজমানরা। ওয়ান্দা মেট্রোপলিটনে নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনালদো কি পারবেন জুভেন্টাসকে উদ্ধার করতে? নাকি রিয়ালের হয়ে হ্যাটট্রিক শিরোপা জেতা রোনালদো জুভেন্টাসের হয়ে নিজের প্রথম মৌসুমে বাদ পড়বেন দ্বিতীয় রাউন্ডেই?

    জুভেন্টাস-অ্যাটলেটিকো মাদ্রিদ, রাত ২টা, সনি টেন-২

    জমজমাট লড়াইয়ের আশা দুই কোচেরই

    দুই গোলে এগিয়ে আছে দল, অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের তাই খানিকটা নির্ভারই থাকার কথা। সিমিওনে অবশ্য এখনও মাটিতে পা রাখছেন, ‘জুভেন্টাসের প্রত্যেক পজিশনে বিশ্বমানের ফুটবলার আছে। আমাদের বেশি উচ্ছ্বসিত হলে চলবে না, মাটিতে পা রাখতে হবে। অনেক শক্তিশালী দলের বিপক্ষে খেলছি আমরা। ঘরের মাঠে আমরা জিতেছি, এখন জুভেন্টাসের মাঠেও ভালো খেলতে হবে।’

    বাঁচা মরার লড়াইয়ে জয়ের বিকল্প নেই জুভেন্টাসের সামনে। নিজেদের সবটুকু উজাড় করেই খেলবেন রোনালদোরা, জানালেন কোচ মাসিমিলানো আলেগ্রি, ‘প্রথম লেগে আমরা ভালো খেলেও জিততে পারিনি। আমাদের সেরা খেলাটাই কাল খেলতে হবে। ফলাফল যেটাই হোক, শতভাগ দিয়ে খেললে ম্যাচ শেষে আফসোস থাকে না। আশা করি আমরা ভালো খেলে পরের রাউন্ডে উঠবো।’

    স্কোয়াডের খবর

    নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবেন না অ্যাটলেটিকো মিডফিল্ডার থমাস পার্টে। ইনজুরির কারণে দ্বিতীয় লেগে খেলা অনিশ্চিত দলের অধিনায়ক ডিয়েগো গোডিনেরও।  

    জুভেন্টাসের হয়ে খেলতে পারছেন না স্যামি খেদিরা, হুয়ান কুয়াদ্রাদো ও ডগলাস কস্তা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন রোনালদো।

    সংখ্যায় সংখ্যায়

    •  চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকোর বিপক্ষে কখনোই জয় পায়নি জুভেন্টাস। তিন ম্যাচের দুটিতে হেরেছে তাঁরা, ড্র হয়েছে অন্য ম্যাচ। তাদের বিপক্ষে কোন গোলও পায়নি তুরিনের ওল্ড লেডিরা।
    •  সিমিওনের অধীনে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে এখনও অপরাজিত আছে অ্যাটলেটিকো। সাত ম্যাচে তাদের জয় পাঁচটিতে, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র। এই সাত ম্যাচে সিমিওনের দল গোল হজম করেছে মাত্র একটি।

     

    ম্যানচেস্টার সিটি-শালকে, রাত ২টা, সনি টেন-১

    শালকের মাঠ থেকে মহামূল্যবান তিনটি অ্যাওয়ে গোল নিয়ে এসেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ঘরের মাঠে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও শালকের কোয়ার্টারে যাওয়ার স্বপ্নটা এখনো বেঁচে আছে। ইতিহাদে দুই দলের লড়াইটাও হবে জমজমাট। সিটি কি পারবে নিজেদের লিড ধরে রাখতে? নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো প্রতিপক্ষের মাঠে অবিশ্বাস্য কিছু করে দেখিয়ে পরের রাউন্ডে যাবে শালকে?

    শালকের বিপক্ষে ‘সতর্ক’ গার্দিওলা

    প্রথম লেগে শেষ পাঁচ মিনিটের আগ পর্যন্তও ২-১ গোলে পিছিয়ে ছিল সিটি। দ্বিতীয় লেগেও এমন খেলে সিটিকে বিপদে ফেলতে পারে শালকে, মানছেন সিটি কোচ পেপ গার্দিওলা, ‘প্রথম লেগে যা হয়েছে, সেটা এবারও হতে পারে। শালকে দুর্দান্ত খেলেছিল, আমাদের তাই সতর্ক থাকতে হবে। কঠিন মুহূর্ত আসলেও সাহস না হারিয়ে সেটার মোকাবেলা করতে হবে। নাহলে পরের রাউন্ডে যাওয়াটা কঠিনই হবে।’  

    বুন্দেসলিগায় ১৪তম অবস্থানে থেকে ধুঁকছে শালকে। কোচ ডমেনিকো টেডেস্কোর চাকরি নিয়েই এখন টানাটানি। চাকরি বাঁচাতে আজকের ম্যাচে জয় বড় ভূমিকা রাখতে পারে, সেটা নিজেও জানেন তিনি, ‘লিগে আমাদের অবস্থা খুব একটা ভালো নয়। তবে চ্যাম্পিয়নস লিগে এখনো পরের রাউন্ডে ওঠার সুযোগ আছে। ইতিহাদে কোন সুযোগ নষ্ট করা যাবে না। প্রথম লেগে আমরা ভালো খেলেছিলাম, এবার তার চেয়েও ভালো খেলতে হবে।’

    স্কোয়াড

    নিষেধাজ্ঞার জন্য খেলতে পারবেন না সিটির নিকোলাস অটামেন্ডি ও ফার্নানদিনহো। ইনজুরির কারণে নেই কেভিন ডি ব্রুইনও। ইনজুরির কারণে শালকের হয়ে মাঠে নামতে পারবেন না ড্যানিয়েল ক্যালিগুরি ও ওমর মাসক্যারেল।

     

     

    সংখ্যায় সংখ্যায়

     

    •  শালকের সাথে শেষ তিন দেখায় সবকয়টিতেই জয় পেয়েছে সিটি।
    •  ঘরের মাঠে জার্মান প্রতিপক্ষের কাছে মাত্র একবারই হেরেছে সিটি। ২০১৩-১৪ মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হেরেছিল সিটিজেনরা।  
    •  কোচ হিসেবে কোন টুর্নামেন্টে শালকের কাছে কখনোই হারেননি গার্দিওলা। সাত ম্যাচের পাঁচটিতে জিতেছেন, ড্র হয়েছে দুটি ম্যাচ।