• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লিগ শিরোপার জন্য চ্যাম্পিয়নস লিগ বিসর্জনে রাজি সালাহ

    লিগ শিরোপার জন্য চ্যাম্পিয়নস লিগ বিসর্জনে রাজি সালাহ    

    অপেক্ষাটা ২৯ বছরের। প্রায় তিন দশক ধরে লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি ইংলিশ ফুটবলের অন্যতম সফল দল লিভারপুল। এবার শিরোপা দৌড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ভালোভাবেই টক্কর দিচ্ছে অল রেডরা। তবে দুই মাস শীর্ষে থাকার পর সেটা কিছুদিন আগেই হাতছাড়া হয়েছে লিভারপুলের। শেষ পর্যন্ত মৌসুম শেষে এবারো হতাশ হতে হয় কিনা, সেই শঙ্কাটা কাজ করছে লিভারপুলের সবার মাঝেই। লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ তো বলেই দিলেন, প্রিমিয়ার লিগ শিরোপার জন্য চ্যাম্পিয়নস লিগও বিসর্জন দিতে রাজি তিনি!

    আট ম্যাচ বাকি থাকতে সিটির চেয়ে এক পয়েন্ট পেছনে আছে লিভারপুল। অন্যদিকে আগামীকাল চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি গতবারের রানার্সআপরা। সালাহ বলছেন, লিগ শিরোপার জন্য চ্যাম্পিয়নস লিগও বিসর্জন দিতে পারেন তিনি, ‘সত্যি বলতে, চ্যাম্পিয়নস লিগই সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এতে কোন সন্দেহই নেই। কিন্তু পুরো ক্লাবের একটাই স্বপ্ন, সেটা লিগ শিরোপা। এটার জন্য যদি আমাকে চ্যাম্পিয়নস লিগ বিসর্জন দিতে হয়, তাতেও আমি রাজি! আর যদি দুটিই জিতে যাই, তাহলে তো দারুণ হবে।'

    শেষ আট ম্যাচে সিটি পয়েন্ট হারালে সেটার ফায়দা নিয়ে শীর্ষে ফিরতে চান সালাহ, ‘তাদের যেমন কঠিন ম্যাচ বাকি আছে, আমাদেরও আছে। আমরা নিজেদের সব ম্যাচ জিততে চাই। আর এটা আশা করতে হবে যে তাঁরা যেন পয়েন্ট হারায়, তাহলেই আমরা শীর্ষে ফিরব। চাপ তো আছেই, তবে আমরা মানসিকভাবে যথেষ্ট শক্ত। শিরোপা লড়াইটা একদম শেষ পর্যন্তই যাবে।’

     

     

    আগামীকাল আলিয়াঞ্জ অ্যারেনাতে মুখোমুখি হবে লিভারপুল-বায়ার্ন। অ্যানফিল্ডের প্রথম লেগে গোলশূন্য ড্র করেছিল দুই দল।