এমন হ্যাটট্রিকের জন্যই জুভেন্টাস আমাকে কিনেছে: রোনালদো
রিয়াল মাদ্রিদের হয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার কয়েকদিন পরেই জুভেন্টাসে পাড়ি জমিয়েছিলেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর এবারের চ্যাম্পিয়নস লিগ যাত্রা শেষ হয়ে যেতে পারত দ্বিতীয় রাউন্ডেই। ওয়ান্দা মেট্রোপলিটনে নিষ্প্রভ থাকলেও তুরিনে ঠিকই জ্বলে উঠলেন সিআর সেভেন, আর তাতেই পুড়ল অ্যাটলেটিকো মাদ্রিদ। রোনালদোর দুর্দান্ত এক হ্যাটট্রিকেই কোয়ার্টারে উঠেছে জুভেন্টাস। ম্যাচ শেষে রোনালদো বলছেন, বাঁচা মরার ম্যাচে এমন হ্যাটট্রিকের জন্যই জুভেন্টাস তাকে কিনেছিল।
প্রথম লেগে ২-০ গোলে হেরে বাদ পড়ার দ্বারপ্রান্তে ছিল তুরিনের ওল্ড লেডিরা। সেই ম্যাচে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি রোনালদো। অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থকদের দুয়োর জবাবে তাদের মনে করিয়ে দিয়েছিলেন, তিনি পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, অ্যাটলেটিকো একবারও না! ঘরের মাঠে তিন গোল করে অ্যাটলেটিকো সমর্থকদের আবার একটা জবাব দিলেন রোনালদো।
এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমন অসাধারণ হ্যাটট্রিকের জন্যই তাকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস, মনে করিয়ে দিলেন রোনালদো, ‘এটা বিশেষ একটা রাত তুরিনের সবার জন্য। শুধু আমার গোলের জন্য নয়, পুরো দলই অসাধারণ খেলেছে। এই মনোভাবটাই চ্যাম্পিয়নস লিগে থাকা উচিত। এখনো আমরা কোনকিছু জিতিনি, এই জয়ে সঠিক পথে ফিরে এসেছে দল। এমন ম্যাচে দলকে জেতানোর জন্যই জুভেন্টাস আমাকে কিনেছে। নিজের কাজটা ঠিকঠাক করতে পেরে দারুণ খুশি। আমরা যোগ্য দল হিসেবেই পরের রাউন্ডে উঠেছি।'
২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ সালের পর ২০১৯ এ এসেও এক রোনালদোর কাছেই হারল অ্যাটলেটিকো। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাই দর্শক হয়েই থাকতে হবে ডিয়েগো সিমিওনের দলের।