• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোর 'জাদুকরী' হ্যাটট্রিকে মুগ্ধ মেসি

    রোনালদোর 'জাদুকরী' হ্যাটট্রিকে মুগ্ধ মেসি    

    প্রথম লেগে ২-০ গোলে হেরে জুভেন্টাসের কোয়ার্টারে ওঠার রাস্তাটা অনেক কঠিনই হয়ে পড়েছিল। ওয়ান্দা মেট্রোপলিটনে নিষ্প্রভ থাকলেও তুরিনে ঠিকই জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো, তাতেই পুড়ে ছারখার অ্যাটলেটিকো মাদ্রিদ। রোনালদোর মতো কাল জ্বলে উঠেছিলেন লিওনেল মেসিও, দুই গোল ও দুই অ্যাসিস্টে বার্সেলোনাকেও পরের রাউন্ডে নিয়ে গেছেন তিনি। লিঁওর বিপক্ষে জয়ের পর মেসি বলছেন, অ্যাটলেটিকোর বিপক্ষে রোনালদোর ‘জাদুকরী’ হ্যাটট্রিকে মুগ্ধ হয়েছিলেন তিনি।

    মেসির ধারণা ছিল, দুই গোলের লিড নিয়ে দ্বিতীয় লেগে আরও বেশি ভালো খেলবে অ্যাটলেটিকো, ‘রোনালদো ও জুভেন্টাস যা করেছে, সেটা এক কথায় অসাধারণ। তবে আমি একটু বিস্মিতই হয়েছি। আমি মনে করেছিলাম অ্যাটলেটিকো আরো ভালো খেলবে। রোনালদোর হ্যাটট্রিকটা আসলেই ‘জাদুকরী’ ছিল।’

    আগামীকালের ড্রয়ে কোয়ার্টারে দেখা হয়ে যেতে পারে মেসি-রোনালদোর। মেসি অবশ্য প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না, ‘সব প্রতিপক্ষই কঠিন। আয়াক্সের কথাই ধরুন। তরুণ দল নিয়ে তাঁরা যা করেছে সেটা অসাধারণ। যার বিপক্ষেই কোয়ার্টার খেলি না কেন সেটা সহজ হবে না। কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের।’

    লিঁওর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বার্সা। এরপর এক গোল শোধ করে লিঁও, এতে খানিকটা অস্বস্তিতেই পড়েছিলেন মেসিরা, ‘যখন তাঁরা ২-১ বানিয়ে দিল স্কোরলাইন, তখন একটু কঠিন হয়ে উঠেছিল পরিস্থিতি। তৃতীয় গোলের পর আর কোন সমস্যা হয়নি। পরে অবশ্য ৫-১ এ জিতেছি ম্যাচটা। দলের সবাই দারুণ খেলেছে।’

     

     

    কোয়ার্টারে মেসি-রোনালদো মুখোমুখি হন কিনা, সেটা জানা যাবে আগামীকালের ড্রতেই।