সংখ্যায় সংখ্যায় : চ্যাম্পিয়নস লিগের যত রেকর্ড
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে নাটক কম হয়নি। গড়া হয়েছে নতুন রেকর্ডও। ক্রিশ্চিয়ানো রোনালদো আর লিওনেল মেসির রেকর্ড ভাঙ্গা-গড়া অবশ্য পুরনো গল্প। তবে এছাড়াও আরও বেশ কয়েকটি ঘটনাই চমক জাগিয়েছে এবার।
৮
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দুইজনই করেছেন ৮ টি করে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ রেকর্ড, অবাক হওয়ার কিছু নেই, তাই না?
৫
২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭ টানা চারবার ডিয়েগো সিমিওনের দল চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলের কাছে
১
ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে এর আগে সাত ম্যাচে অপরাজিত ছিলেন সিমিওনে। রোনালদোর হ্যাটট্রিকের আগে অ্যাটলেটিকোর বিপক্ষে গোল করেছিলেন মাত্র একজন। ২০১৪ তে এসি মিলানের হয়ে একমাত্র গোলটি কাকার করা।
১৩
২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে নেই জার্মান কোনো দল। ১৩ বছর পর ঘটল এমনটি।
৩০
চ্যাম্পিয়নস লিগে টানা ৩০ ম্যাচ ন্যু ক্যাম্পে অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়েছে বার্সেলোনা। এর মধ্যে ২৭ ম্যাচেই জিতেছে তারা। সবশেষ ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল বার্সা।
১২
টানা ১২ বারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। এটাও চ্যাম্পিয়নস লিগের নতুন রেকর্ড।
১০
দশ বছর পর চারটি ইংলিশ দলই খেলবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে
৬২
ন্যু ক্যাম্পে ৬১ ম্যাচে লিওনেল মেসির গোল ৬২
৭৭
নকআউট পর্বে ৭৭ ম্যাচ খেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে অবদান ৭৭ বার। ৬৩ গোল ও ১৪ অ্যাসিস্ট।