• সিরি আ
  • " />

     

    রোনালদোকে না দেখেও জেনোয়া সমর্থকদের পয়সা উসুল

    রোনালদোকে না দেখেও জেনোয়া সমর্থকদের পয়সা উসুল    

    জেনোয়ার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেছিলেন জুভেন্টাস ম্যানেজার মাসসিমিলিয়ানো আলেগ্রি। ম্যাচের আগে তাই জেনোয়ার স্টেডিয়ামের সামনে একদল সমর্থক বিক্ষোভও করলেন। রোনালদো আসবেন, তাই আগে থেকেই বিক্রি হয়ে গিয়েছিল সব টিকেট। ওই সমর্থকদের দাবি ছিল রোনালদো যেহেতু নেই, তাই টিকেটের টাকা ফেরত দিতে হবে তাদের! ম্যাচশেষে অবশ্য বিক্ষোভ উৎসবে রূপ নিয়েছে। রোনালদোকে না পেয়ে শুরুতে হতাশ হয়েছিলেন যারা, তারা বাড়ি ফিরেছেন জেনোয়ার দুর্দান্ত এক জয়ের সাক্ষী হয়ে। স্টাডিও লুইজি ফেরারিসে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে জেনোয়া।  

    তাই সিরি আতে এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা হাতছাড়া হলো জুভেন্টাসের। টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল তারা। এর মধ্যে জিতেছিল ২৪ ম্যাচেই। একের পর এক বড় দলের বিপক্ষে ম্যাচ জিতলেও পয়েন্ট তালিকার ১৩ নম্বরে থাকা জেনোয়াতেই আটকে গেল ওল্ড লেডিরা। 

    অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর আলেগ্রি যে দলে বেশ কয়েকটি বদল আনবেন সেটা অনুমিতই ছিল।  একাদশে ফিরলেন নতুন ৬ জন, তাদের মধ্যে ছিলেন সাবেক জেনোয়া গোলরক্ষক পেরিনও। প্রথমার্ধে দুই প্রান্তের গোলরক্ষকদের মধ্যে তিনিই ব্যস্ত সময় পার করলেন বেশি। দুর্দান্ত একটি সেভ করেছেন প্রথমার্ধে। আর জেনোয়া প্রথমার্ধেই গোলে শট করেছে ১০ বার। বিপরীতে দিবালা, মাঞ্জুকিচরা ছিলেন নিজেদের ছায়া হয়ে। জুভেন্টাস প্রথমার্ধে গোলেই শট করতে পারেনি। 



    প্রথমবার গোলে শট করেই অবশ্য দ্বিতীয়ার্ধে জুভেন্টাসকে এগিয়ে দিচ্ছিলেন পাউলো দিবালা। আর্জেন্টাইনের উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে গোল। এরপর খেলার মোড় ঘুরিয়ে দেন জেনোয়ার দুই বদলি। একজন স্টেফান স্টুয়ারো, আরেকজন গোরান পানডেভ। 

    স্টুয়ারোর সঙ্গে জেনোয়ার চুক্তি পাকাপাকি হয়েছে মাত্র কয়েকদিন আগে। এর আগে এতদিন তিনি জেনোয়ার হয়ে খেলছিলেন জুভেন্টাস থেকে ধারে এসে। সাবেক সেই জুভেন্টাস ফুটবলারই আততায়ীর মতো ছুরি মারলেন জুভেন্টাসের অপরাজেয় গর্বে। ডিবক্সের বাইরে থেকে লং শটে গোল করে জেনোয়া সমর্থকদের স্বপ্ন দেখাতে শুরু করলেন ৭২ মিনিটে। পেরিনের ভুলটাও অবশ্য চোখে পড়ল ওই গোলে, বলটা ধরতে গিয়েও ধরতে পারেননি তিনি। 

    এরপর ৮১ মিনিটে সাবেক ইন্টার মিলান ফরোয়ার্ড গোরান পানডেভ দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে ফেলেন দলের। কৌয়ামের থ্রু পাস থেকে বাম পায়ের দুর্দান্ত এক ফিনিশে তিনি মনে করিয়ে দিয়েছেন বয়স হলেও ধার এখনও কমেনি তার। 

     

     

    ২০১৭ সালের পর তাই প্রথমবারের মতো দুই গোলের ব্যবধানে সিরি আতে ম্যাচ হারলো জুভেন্টাস।এই হারে অবশ্য শিরোপায় খুব বেশি প্রভাব পড়ার কথা নয়। নাপোলি পরের ম্যাচে জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ১৫। জুভেন্টাসের আঘাতটা লাগলো অন্য জায়গায়। টানা আটবারের মতো শিরোপা জয়ের পথে তারা, কিন্তু অপরাজেয় থাকা এবারও হচ্ছে না!