প্রতিপক্ষের সমর্থকরা কখনোই এভাবে অভিবাদন জানায়নি: মেসি
রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার জয় তখন অনেকটাই নিশ্চিত। ৮৪ মিনিটে ইভান রাকিটিচের পাসে ডিবক্সের একদম সামনে বল পেলেন মেসি, সরাসরি শট না নিয়ে করলেন চিপ। সেই চিপ ডিফেন্ডার ও গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সোজা চলে গেল জালে। চোখ ধাঁধানো এই গোলে বার্সা তো বটেই, অভিভূত হয়েছেন বেটিস সমর্থকরাও। তাইতো এমন গোলের পর দাঁড়িয়ে করতালির মাধ্যমে মেসিকে অভিবাদন জানাতে ভুল করেননি তাঁরা। করতালিতে মুগ্ধ মেসি বলছেন, এভাবে কখনোই তাঁকে অভিবাদন জানায়নি প্রতিপক্ষের সমর্থকরা।
প্রথমার্ধেই দুটি গোল করেছিলেন মেসি। শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে দারুণ এক চিপে হ্যাটট্রিক পূর্ণ করার পর ‘মেসি, মেসি’ চিৎকারে সরব হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। খেলাটা যে ন্যু ক্যাম্পে না, স্টাডিও বেনিতো ভিয়ামারিনে হচ্ছে সেটা বোঝাই তখন দায়!
বেটিস সমর্থকদের এমন কাজে কিছুটা আবেগি হয়ে পড়েছিলেন মেসি, ‘প্রতিপক্ষের সমর্থকরা গোলের পর এভাবে করতালি দিচ্ছে, এমনটা শেষবার কবে হয়েছিল মনে পড়ছে না! বেটিস সমর্থকদের করতালিতে আমি কৃতজ্ঞ। সত্যিই এভাবে কখনো অভিবাদন পাওয়া হয়নি। আমরা তাদের প্রতিপক্ষ হলেও বেতিস সমর্থকরা বরাবরই আমাদের সাথে ভালো আচরণ করেছে।’
বার্সা কোচ এরনেস্তো ভালভার্দেও মানছেন, মেসি বেটিস সমর্থকদের অভিবাদনের যোগ্য, ‘যখন মেসি আপনার দলে থাকে, সবকিছুই একটু সহজ হয়ে যায়। তাঁর পারফরম্যান্স আজ অসাধারণ ছিল। পুরো স্টেডিয়ামই তাঁকে করতালি দিয়ে অভিবাদন জানিয়েছে। সে এটারই যোগ্য। আমরা তাঁর খেলা দেখতে পারছি, এটা সৌভাগ্যের বিষয়। মেসি গোল করলেও প্রতিপক্ষ তাঁর খেলা উপভোগ করে। তাঁর জন্য অন্য দল হারলেও তাদের সমর্থকরা কিন্তু ঠিকই মেসিকে সম্মান করেন।’