• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'হয়রান' গার্দিওলা চাইছেন বিশ্রাম

    'হয়রান' গার্দিওলা চাইছেন বিশ্রাম    

    মৌসুমের বাকি আর মাস দুয়েক। এখনও সম্ভাব্য সব শিরোপাই জিততে পারে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের শেষ আট, এফএ কাপের সেমিফাইনাল, প্রিমিয়ার লিগের শিরোপাপ্রত্যাশী- পেপ গার্দিওলার দলের উপস্থিতি আছে সবখানেই। সামনের ম্যাচগুলোর ওপর নির্ভর করছে সিটির ভাগ্য। সামনে আসছে আন্তর্জাতিক বিরতি। গার্দিওলা জানিয়েছেন, মৌসুমের শেষদিকের প্রস্তুতি নিতে এখন কিছুটা জিরিয়ে নিতে চান তারা।

    সোয়ানসি সিটির বিপক্ষে এফএ কাপের শেষ আটে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতেছে সিটি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত গার্দিওলা জানিয়েছেন দলের সবার বিশ্রামের কথা, 'গত মাস দুয়েক ধরে আমরা টানা খেলে যাচ্ছি। প্রায় প্রতি সপ্তাহেই অন্তত ২টি বা ৩টি করে ম্যাচ খেলতে হয়েছে। স্বাভাবিকভাবেই দলের অনেকেই ইনজুরিতে পড়েছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। ঠিকই একের পর এক জয় নিয়ে এগিয়ে চলেছি।'

     

     

    দুর্দান্ত স্কোয়াড ডেপথ থাকলেও গার্দিওলাও স্বীকার করতে বাধ্য হয়েছেন, বিশ্রাম তাদের দরকার, 'আগামী এক সপ্তাহ ফুটবল থেকে পুরোপুরি দূরে থাকতে চাই। এই কয়টা দিন আমাকে ম্যানচেস্টারে পাওয়া যাবে না। দলের যারা নিজ নিজ দেশের হয়ে ডাক পায়নি, তারাও বিশ্রামে থাকবে। কিন্তু ক্লাবের ফিজিশিয়ানরা প্রত্যেকের জন্য আলাদা রুটিন করে দিয়েছে। সেটিই তারা অনুসরণ করবে। এই সপ্তাহ শেষে সবাই ফিরবে এবং মৌসুমের শেষভাগের জন্য প্রস্তুতি নেবে। ফর্ম ধরে রাখতে টানা খেলে যাওয়া যেমন জরুরি, তেমনি বিশ্রামও সমান দরকার।'

     

     

    কোচের সাথে একমত পোষণ করেছেন পর্তুগিজ উইঙ্গার বের্নার্দো সিলভা, 'আন্তর্জাতিক বিরতিটা আমাদের জন্য সেরা সময়েই এসেছে। দলের সবাই আত্মবিশ্বাসী, ফর্মেও আছে সবাই-ই। এরকম একটা সময়ে বিশ্রাম নিয়ে সবাই মনোবল ফিরে পাবে। এরই মাঝে একটি শিরোপা ঘরে তুলেছি আমরা (কার্লিং কাপ)। বাকি তিনটিও জিততে চাই। পেপ-এর এমন সিদ্ধান্ত (বিশ্রাম দেওয়ার) দলের সবাই-ই সাদরে গ্রহণ করেছে। সর্বোচ্চ পর্যায়ে টানা এতগুলো ম্যাচ খেলার পর পরিবারের সাথে কিছু সময় অবসর কাটাতে পারাটা সবাই দারুণ উপভোগ করবে।'