মেসি-রোনালদো নন, এমবাপ্পেই সবচেয়ে মূল্যবান ফুটবলার: মরিনহো
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে 'মূল্যবান' ফুটবলার কে? তর্কটা হবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়েই। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো অবশ্য একটু অন্যভাবেই চিন্তা করেন। মরিনহোর মতে, মেসি-রোনালদো নন, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলার পিএসজির কিলিয়ান এমবাপ্পে!
বয়স তাঁর মাত্র বিশ। এরই মাঝে এমবাপ্পের ঝুলিতে আছে দুটি ফ্রেঞ্চ লিগ ও একটি বিশ্বকাপ। পিএসজির হয়ে এখন পর্যন্ত করেছেন ৫৫ গোল। এবারের ব্যালন ডি অরে এমবাপ্পে ছিলে চতুর্থ অবস্থানে, পেছনে ফেলেছেন মেসিকেও! বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে ফ্রান্সকে জিতিয়েছেন দ্বিতীয় শিরোপা, হয়েছে টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারও।
মেসির বয়স এখন ৩১, রোনালদোর ৩৪। মরিনহো বলছেন, এমবাপ্পেই ফুটবলের ভবিষ্যৎ, ‘আগামী পাঁচ থেকে দশ বছরে এমবাপ্পে কী করবে, সেটা হয়ত আর নতুন করে বলার কিছু নেই। এত অল্প বয়সেই সে অনেক কিছু অর্জন করেছে। রোনালদো ও মেসির বয়স ৩০ পেরিয়েছে, নেইমারেরও এখন ২৭ বছর। অন্যদিকে এমবাপ্পের বয়স মাত্র ২০। ভবিষ্যতের কথা মাথায় রেখে সেই এখন আমার মতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।’
মরিনহোর ধারণা, দলবদলের বাজারে মেসি-রোনালদো-নেইমারের চেয়েও বেশি মূল্যবান এমবাপ্পে, ‘ যদি আপনি দলবদলের বাজারের দিকে তাকান, সেখানে বয়স একটা বড় বিষয়। বয়স, পারফরম্যান্স সবকিছু মিলিয়ে এমবাপ্পে অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে। যদি সব ফুটবলারদের একটা কাল্পনিক দলবদল হতো, সবার ওপরে এমবাপ্পেই থাকতো।’