পিএসজিতে 'বন্দি' রাবিও!
পিএসজির সাথে তাঁর চুক্তিটা শেষ হবে এই মৌসুমেই। তিন মাসের বেশি সময় ধরে পিএসজির হয়ে মাঠে না নামা আদ্রিয়েন রাবিওর ক্লাব ছাড়া এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসবের মাঝেই তাঁর মা ও এজেন্ট ভেরোনিক রাবিও বলছেন, এই মুহূর্তে পিএসজিতে রাবিওর অবস্থা একজন বন্দির মতো!
১১ ডিসেম্বরের পর থেকে পিএসজির জার্সি গায়ে মাঠে নামেননি রাবিও। তাঁর সাথে চুক্তি বাড়ানো নিয়ে আলোচনা করতে চেয়েছিল পিএসজি, তবে রাবিও তাতে রাজি হননি। এতে মূল দলের সাথে তাঁকে অনুশীলনও করার অনুমতি দিচ্ছে না ক্লাব কর্তৃপক্ষ। এই মৌসুমেই শেষ হচ্ছে ফরাসি মিডফিল্ডারের চুক্তি, এরপর তিনি বার্সেলোনায় যাবেন বলেই শোনা যাচ্ছে।
ক্ষুব্ধ ভেরোনিক জানিয়েছেন, রাবিওর সাথে জেলখানার বন্দিদের মতো আচরণ করা হচ্ছে, ‘পিএসজিতে আমার ছেলের অবস্থা বন্দির মতো। সে চুক্তি শেষ হওয়ার অপেক্ষায় আছে। তাঁর বাবা যখন মৃত্যুশয্যায় ছিল, দাদি যখন মারা গিয়েছিল তখনও সে কাতার না যাওয়ায় জরিমানা করেছিল পিএসজি। পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপ হচ্ছে।’
রাবিওর ব্যাক্তিগত জীবনও দুর্বিষহ করে তুলেছে পিএসজি, দাবি তাঁর মায়ের, ‘পিএসজি রাবিওর ব্যক্তিগত জীবনও নিয়ন্ত্রণ করতে চায়। তাঁরা চায় সে ফুটবলারদের সব নিয়ম মেনে চলুক, রাত এগারোটায় ঘুমিয়ে যাক। অথচ তাঁরা তো তাঁকে দলেই নিতে চায় না! তাঁরা একজন ফুটবলারের জীবন নষ্ট করে দিচ্ছে। সে অনুশীলনও করতে পারছে না।’
ভেরোনিকের দাবি, নেইমারকে সবসময়ই বিশেষ সুবিধা দেয় পিএসজি, ‘ছয় মিনিট দেরি করে আসাতে রাবিওকে জরিমানা করেছিল তাঁরা। অন্যদের ক্ষেত্রেও সেটা হয়। শুধু একজনই(নেইমার) বিশেষ সুবিধা পায়। সে ইনজুরিতে পড়ে দেশ বিদেশ ঘুরতে পারে, কার্নিভালেও যেতে পারে। সেটায় কোন সমস্যা হয় না ক্লাবের।’