মেসির ক্লোন করতে চান বিজ্ঞানীরা
লিওনেল মেসির বয়স এখন ৩১। ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার করে ফেলেছেন এরই মধ্যে। খুব শীঘ্রই না হলেও একদিন অবসর নেবেন। এমন একজনের খেলা দেখার সুযোগটাও তখন হারাতে হবে দর্শকদের। জেনেটিক বিশেষজ্ঞ ও ইউরোপের জেনোম আর্কাইভের প্রধান আর্কাদি নাভারো তাই দিচ্ছেন এক সমাধান। ভবিষ্যতে মেসির ক্লোন করার স্বপ্ন দেখছেন তিনি।
মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো নিজেই বলেছেন এসব, "আমরা চাইলে প্রায় মেসির মতো একজন খেলোয়াড় পেতে পারি। আমাদের এখনকার প্রযুক্তি দিয়েই আমরা এমন একজনকে তৈরি করতে পারব, যাকে দেখে আসলে মেসির জমজ মনে হবে।"
"তাকে দেখে মনে হবে মেসির সঙ্গেই জন্ম হয়েছিল, দুই জমজ ভাই। আমরা তাকে টাইম চেম্বারে ঢুকিয়ে সময় থামিয়ে দেব। এরপর ২০-৩০ বছর পরে যখন দরকার হবে তাকে সময় ফিরিয়ে দেওয়া হবে। আশা করি সব ঠিক ঠাক থাকলে মেসির মতোই হবে সে।"
কিন্তু ক্লোন মেসি আসল মেসির মতো খেলতে পারবেন তো? সেই জবাব কিন্তু দিতে পারেননি নাভারো।