• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ব্রাজিল, আর্জেন্টিনার প্রীতি ম্যাচ : কবে, কখন?

    ব্রাজিল, আর্জেন্টিনার প্রীতি ম্যাচ : কবে, কখন?    

    প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। এই আন্তজার্তিক বিরতিতে আর্জেন্টিনার দুইটি প্রীতি ম্যাচ থাকলেও মেসির অবশ্য একটি ম্যাচই খেলার কথা রয়েছে। ওয়ান্ডা মেট্রোপলিটানোতে মেসির আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। শনিবার রাত ১১টায় সময়ে খেলতে নামবে ব্রাজিলও। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পানামা। ব্রাজিলের ২৩ সদস্যের দলে দানি আলভেজ থাকলেও, ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় আনা হয়েছে করিন্থিয়াসের ফ্যাগনারকে। 

    দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মরক্কো। আর ব্রাজিল খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। প্রীতি ম্যাচগুলো অবশ্য সরাসরি বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না।  প্রীতি ম্যাচ খেলতে নামবে জার্মানিও। ইউরো বাছাইপর্ব শুরুর আগে সার্বিয়ার মুখোমুখি হবে জোয়াকিম লোয়ের দল। 



     
    আর্জেন্টিনা স্কোয়াড 

    গোলরক্ষক
    আগুস্তিন মারকেসিন (ক্লাব আমেরিকা), হুয়ান মুসসো (উদিনেসে), এস্তেবান আণ্ডারা (বোকা জুনিয়র্স)
    ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)

    ডিফেন্ডার 
    জার্মান পেজ্জেলে (ফিওরেন্টিনা), গ্যাব্রিয়েল মের্কাদো (সেভিয়া), হুয়ান ফয়েথ (টটেনহাম), নিকোলাস অটামেন্ডি (ম্যান সিটি), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং লিসবন), গঞ্জালো মন্তিয়েল (রিভার), লিসান্দ্রো মার্টিনেজ (জাস্টিকা) 

    মিডফিল্ডার 
    লিয়ান্দ্রো পারাদেস, অ্যানহেল ডি মারিয়া  (পিএসজি), গুইদো  রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো সেলসো (বেটিস), ম্যানুয়েল লানজিনি (ওয়েস্টহ্যাম),  রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), মাতিয়াস জারাকও (রেসিং), ইভান মারকোনে (বোকা), ডমিনিগো ব্লাংকো (জাস্টিকা)। রদ্রিগো পল (উদিসেনে) 

    ফরোয়ার্ড 
    লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো মার্টিনেজ (আটলান্টা ইউনাইটেড), পাউলো দিবালা (জুভেন্টাস), অ্যানহেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), দারিও বেনেদেত্তো (বোকা), মাতিয়াস সুয়ারেজ (রিভার)  


     

    ব্রাজিল স্কোয়াড 

    গোলরক্ষক 

    অ্যালিসন (লিভারপুল), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরটন (পালমেইরাস)

    ডিফেন্ডার 
    ফ্যাগনার (করিন্থিয়াস), মার্কিনিয়োস, থিয়াগো সিলভা (পিএসজি), দানিলো (ম্যানচেটার সিটি), ফিলিপে লুইজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), মিরান্ডা (ইন্টার মিলান), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডার মিলিতাও (পোর্তো)

    মিডফিল্ডার 
    অ্যালান (নাপোলি), আর্থার মেলো (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফিলিপ কুতিনিয়ো (বার্সেলোনা), লুকাস পাকেতা (এসি মিলান), ফিলিপে অ্যান্ডারসন (ওয়েস্ট হাম)

     

     

    ফরোয়ার্ড 
    রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), এভারটন (গ্রেমিও), রিচার্লিসন (এভারটন), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)