• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    জিদানের রিয়ালে খেলার স্বপ্ন দেখেন পগবা

    জিদানের রিয়ালে খেলার স্বপ্ন দেখেন পগবা    

    তিন বছর আগের কথা। পল পগবার জুভেন্টাস ছাড়া তখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে জিনেদিন জিদান সদ্যই রিয়াল মাদ্রিদের কোচ হয়েছেন। পগবার এজেন্ট রায়োলা জানিয়েছিলেন, জিদান পগবাকে রিয়ালে চাইছেন। তবে রিয়ালে না গিয়ে রেকর্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার ইউনাইটেডেই এসেছিলেন পগবা। কিছুদিন আগেই দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নিয়েছেন জিদান। পগবা এখন বলছেন, জিদানের অধীনে রিয়ালে খেলার স্বপ্ন দেখেন তিনিও।

    ২০১৬ সালে রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পগবা। তবে ভবিষ্যতে যে রিয়ালে যেতেও পারেন, সেই আভাসই দিলেন তিনি, ‘আমি সবসময়ই বলেছি, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা যেকোনো ফুটবলারে জন্য স্বপ্নের মতো। এটা বিশ্বের সেরা ক্লাবের একটি। এখন তাদের কোচ জিদান। জিদানের অধীনে রিয়ালে খেলা তো স্বপ্নের মতোই!’

    তাহলে কি পগবা ইউনাইটেড ছেড়ে রিয়ালে যাচ্ছেন? পগবা অবশ্য জানালেন, আপাতত তিনি ইউনাইটেডেই থাকছেন, ‘এই মুহূর্তে আমি ইউনাইটেডে সুখেই আছি। তবে ভবিষ্যতে কি হয় সেটা তো কেউ বলতে পারে না!’

     

     

    হোসে মরিনহোর সাথে পগবার সম্পর্কটা শেষের দিকে একদমই ভালো ছিল না। নতুন কোচ ওলে গানার সোলশারের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। অন্যদের মতো পগবাও চান, সোলশারকেই স্থায়ীভাবে কোচের দায়িত্ব দিক ক্লাব, ‘আমরা সবাই চাই তিনিই থাকুক। তার আসার পর সবকিছু দারুণভাবে চলছে। ব্যাক্তিগতভাবে তার সাথে আমার সম্পর্ক খুব ভালো, অন্যদের ক্ষেত্রেও তাই। তিনি বরাবরই চান ফুটবলাররা যেন ভালো থাকে। তার জন্য সবাই নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আগের মতোই ফুটবলটা উপভোগ করছি, স্বাধীনভাবে খেলতে পারছি।’